ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

রোনালদোর ৯০০ উদ্‌যাপনের রাতে হার এড়াল আল নাসর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ১০:৫৮

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯ শ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। এরপর অবশ্য আরও এক গোল যোগ করে সংখ্যাটিকে ৯০১—এ নিয়ে যান তিনি।

৯০০ গোলের চূড়ায় ওঠার পর গতকালই আল নাসরের হয়ে প্রথম মাঠে নামেন রোনালদো। ৯০০ এর মাইলফলক স্পর্শ করায় এই ম্যাচে রোনালদোকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘৯০০’ লেখা একটি জার্সি। সেই জার্সি ধরে হাসি মুখে রোনালদোকে পোজ দিতেও দেখা যায় এ সময়। এ দিন রোনালদোর এই অর্জনকে উদ্‌যাপন করেছেন আল নাসরের সমর্থকেরাও। ৯০০ লেখা বিশালাকার তিফো নিয়ে গ্যালারি মাতিয়ে রাখেন তারা।

রোনালদোকে সম্মাননা দেওয়ার রাতটি অবশ্য আরেকটু হলে হতাশাতেই শেষ পারত আল নাসরের। আল আহলির বিপক্ষে এই ম্যাচে হারার পথেই ছিল তারা। ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আল আহলি।

এরপর গোলের সন্ধানে থেকে বারবার নিরাশ হচ্ছিলেন রোনালদোরা। তবে শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে যোগ করা সময়ের ৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে কোনোরকমে হার এড়ায় আল নাসর। এই গোলটিই সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম হার থেকে বাঁচিয়ে দিয়েছে আল নাসরকে। ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।

গোল পেতে সংগ্রাম করতে হলেও ম্যাচজুড়ে অবশ্য দাপট ছিল আল নাসরেরই। ৫৯ শতাংশ বলের দখল রেখে ১৯টা শট নিয়ে ৪টা লক্ষ্যে রাখে আল নাসর। বিপরীতে আল আহলির ৬ শটের ৪টিই ছিল লক্ষ্যে। তবে আধিপত্যের এই পার্থক্যের পরও সমতাতেই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের পর প্রো লিগের টেবিলে ৬ নম্বরে আছে আল নাসর। তিন ম্যাচ খেলে তারা একটি জিতলেও ড্র করেছে অন্য দুই ম্যাচে।

ম্যাচ শেষে দলের হার না মানা মানসিকতাকেই সামনে এনেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি পোস্ট করে এক লাইনের ক্যাপশনে লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন।’

Admin / Admin

বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

তারুণ্যের উৎসব উপলক্ষে বাগেরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

২০ বছর পর ওয়ানডে ক্রিকেটে পঞ্চপান্ডব ছাড়া মাঠে নামছে বাংলাদেশ

ইফতির সেঞ্চুরির দিনে মঈনের আক্ষেপ, ঘুরে দাঁড়াল বাংলাদেশ

আনচেলত্তিকে স্বাগত জানালেন সিবিএফের নতুন সভাপতি

জর্ডান সফরের দল ঘোষণা, সাবিনাসহ সাফজয়ী ৫ ফুটবলার বাদ

সাবিনার শেষ দেখছেন বাটলার

চৌদ্দগ্রামে গুণবতী প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট--২০২৫ অনুষ্ঠিত

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ

আরব আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব

জিয়াউর রহমান স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

তারুণ্যের উৎসব বিপিএল ক্রিকেট উৎসবে সবুজের বার্তা: সকল উৎসব পরিবেশবান্ধব করতে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান।

বিকেএসপি কাপ টেনিসে বিকেএসপি চ্যাম্পিয়ন