ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানালেন সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২০-১০-২০২৪ বিকাল ৭:১৫

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের (আসক) চেয়ারপারসন, বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা ও কল্পিত মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং মত ও পথ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ রোববার এক বিবৃতিতে তিনি পান্নাসহ ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মামলা উৎসবে মেতে উঠার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মোকতাদির চৌধুরী বলেন, ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগের পর ভিন্নমত দমনের লক্ষে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের প্ররোচনায় সারাদেশে প্রতিদিন গণহারে হত্যা মামলাসহ বিভিন্ন মিথ্যা ও কল্পিত মামলা দায়েরের উৎসবে মেতে উঠেছে একটি সুবিধাভোগী পক্ষ। সেসব মামলায় আসামি করা হচ্ছে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, খেলোয়াড়, অরাজনৈতিক ব্যক্তিবর্গ, সাবেক মন্ত্রী-এমপি, সাবেক প্রধান বিচারপতি, বিচারপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল, সংস্কৃতি কর্মীসহ হাজার হাজার নিরপরাধ মানুষকে। এমনকি এসব গায়েবি মামলায় আসামি করা হচ্ছে মৃত ব্যক্তিদেরকেও!

তিনি বলেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বার কাউন্সিলের প্রাক্তন সদস্য এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন, বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না অন্যায়ের বিরুদ্ধে সদা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেই সর্বমহলে সমধিক পরিচিত। তিনি বিগত সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী নানা আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এমনকি জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনের সময় তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত ভূমিকা নেন। শিক্ষার্থীদের পক্ষে আদালতে শুনানিও করেছিলেন। কিন্তু আমরা লক্ষ করেছি যে, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কতিপয় মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড ও ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে কথা বলায় তাদেরই মদদে পান্না সাহেবের বিরুদ্ধে মিথ্যা ও কল্পিত হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আমি তাঁর বিরুদ্ধে আনিত এই ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানাই।

মোকতাদির চৌধুরী আরও বলেন, দ্বিমত দমনে কল্পিত মামলা ও হয়রানি মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার অন্তরায়। বিবৃতিতে সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীসহ যেসকল নাগরিকের বিরুদ্ধে কল্পিত মামলা রজু করা হয়েছে সকল মামলা থেকে তাদেরকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবি জানান তিনি।

Admin / Admin

তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা -১৭ গুলশানে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের ব্যাপক প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক বিজিবি মোতায়েন

রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে - ধর্ম উপদেষ্টা

আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

নিবন্ধন নিয়ে ইসি’র ‘টালবাহানা’ ও ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে বাংলাদেশ আমজনগণ পার্টির সংবাদ সম্মেলন

গাড়ি চালকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো একটি বাস্তবভিত্তিক অংশীদারিত্বমূলক উদ্যোগ শুরু হয়েছে - পরিবেশ উপদেষ্টা

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই কর্ম ভিসা চালু করা হবে

তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি বৃহত্তর জনস্বাস্থ্যের ইস্যু - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন - ধর্ম উপদেষ্টা

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবি’র অভিযানে ২০২৫ সালে ১,৯০৮ কোটি ২৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ