ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নড়াইলে হাজার কোটি টাকার স্টেশন নির্মিত হলেও রাস্তার অভাবে যাত্রী সংকটে পড়তে যাচ্ছে ট্রেন


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৫:১৮

নড়াইলে হাজার কোটি টাকার স্টেশন নির্মিত হলেও রাস্তার অভাবে যাত্রী  সংকটে পড়তে যাচ্ছে ট্রেন । শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে নতুন ভাবে উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা থেকে ভাঙ্গা জংশন হয়ে খুলনা পর্যন্ত নবনির্মিত রেলপথ। প্রথম বারের মতো পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে যুক্ত হতে যাচ্ছেন নড়াইল জেলা। এর আগে পরীক্ষামূলক ভাবে তিন দফা ট্রেন চলাচল করে। গত ২৪শে নভেম্বর ১২ টি বগি নিয়ে  ৯ টা ১০ মিনিটে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে থেকে নড়াইল হয়ে খুলনা যায় ট্রেনটি।  এখন শুধু অপেক্ষা উদ্বোধনের ।

সেই কারণেই খুশির টানটান উত্তেজনায় নড়াইল বাসি।  কবে ট্রেনে  চড়ে যেতে পারবেন রাজধানী ঢাকায় , স্থলবন্দর বেনাপোল,  যশোর , সাতক্ষীরায়।কিন্তু সেই  আশা পূরণে গুড়ে বালির মত।  স্টেশনে যাওয়ার নেই কোন ভাল রাস্তা।  যেটা আছে সেটাও কান ঘুরিয়ে দেখানোর মত অর্থাৎ শহরের  পশ্চিম অঞ্চল, দক্ষিণ অঞ্চল ও পূর্বাঞ্চলের মানুষের রেলপথের সুবিধা পেতে রেল স্টেশনে যেতে হলে ।  সোজা পথ বাদ দিয়ে কয়েক কিলো ঘুরে দুর্গাপুর  হয়ে আবার দক্ষিণে এসে রেল স্টেশনে আসতে হবে। এ যেন কাঁনামাছির ঘুল্লি চক্রের খেলা।

 এ ব্যাপারে বিশিষ্ট  আইনজীবী,  রাজনীতিবিদ, সমাজসেবক ও  নড়াইল জেলা বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট ইকবাল হোসেন শিকদার বলেন তুলারামপুর, সিতারামপুর, বাঁশভিটা,  মুলিয়া, কুড়িগ্রাম, রূপগঞ্জ, দক্ষিণ নড়াইল, ভওয়াখালি, মাছিমদিয়া, গোবরাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ যখন রেলের  সেবা নেওয়ার জন্য স্টেশনে যেতে চাইবে তখন তাদের চরম দুর্ভোগ ও বিড়ম্বনার  শিকার হতে   হবে। এ  জন্য নতুন বাসটার্মিনালের  পশ্চিম উত্তর কোনা হইতে রেলের যে ওয়ার্কিং রোড টা রেল স্টেশনে এসে  যুক্ত হয়েছে সেই  রোডটি বাস্তবায়ন করে  চালু করতে হবে। সেটি চালু হলে এ অঞ্চলের মানুষ সহজেই স্টেশনে  যেতে পারবে সেই সাথে রেল যাত্রার  সুবিধা ভোগ করতে পারবে । অন্যথায় তাদেরকে দুর্গাপুর ঘুরে রেল স্টেশনে যেতে হলে নড়াইল শহরে ব্যাপক যানযট সৃষ্টি হবে । যেটা শুধু রেল যাত্রীদের জন্য দুর্বল ভাবনায় এই দুর্ভোগ হবেনা , এ জনদুর্ভোগ গোটা শহরবাসীকে পোহাতে হবে।  রেল স্টেশনের উত্তর ভওয়াখালির বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, নতুন বাস টার্মিনাল টু রেল স্টেশন পর্যন্ত এই সড়কটি এই অঞ্চলের জনবসতির যোগাযোগের জন্য  অত্যন্ত গুরুত্বপূর্ণ।  কারণ রেলের সুবিধা নেব অন্যদিকে শহরে যাবো  সোজাসুজি এই রাস্তা দিয়ে  রূপগঞ্জ বাজারে  যেতে পারবো ।  অন্যথায়, দুর্গাপুর হয়ে নড়াইল পুরাতন বাস টার্মিনাল হয়ে তারপর রুপগঞ্জ যেতে হবে । শহরের যানজটের  সাথে মোকাবেলা করে পাঁচ মিনিটের পথ অতিক্রম সময় লেগে যাবে এক ঘন্টা।

তাই  আমাদের দাবি নড়াইলের নতুন বাস টার্মিনাল টু রেল স্টেশন  পর্যন্ত সংযোগ সড়কটি দ্রুত বাস্তবায়ন করা  হোক।  এটা শুধু আমাদের উপকার হবে না, এটা একটা অনন্য রোড হিসেবে স্থান পাবে। এবং পার্শ্ববর্তী মাগুরা জেলার মানুষ ও এই পথ দিয়ে নড়াইল শহরে প্রবেশ না করে খুব সহজে রেলস্টেশনে যেতে পারবে।

ছাত্রদলের  সভাপতি ফরিদ বিশ্বাস বলেন,  এত বড় একটি স্টেশন কিন্তু যাওয়ার রাস্তা নাই । এটার জন্য দুর্ভাগ্যজনক এটা  অপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে তাই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাই দ্রুত রেল সেবা নিশ্চিত করার লক্ষ্যে নড়াইল পুরাতন বাস টার্মিনাল হইতে নতুন রেল স্টেশন পর্যন্ত সংযোগ সড়কটির বাস্তবায়ন করলে যাতায়াতের সুব্যবস্থা হবে ।

উল্লেখ্য : বর্তমানে নড়াইল রেলস্টেশন থেকে নতুন নতুন বাস টার্মিনাল এর দূরত্ব  প্রায়  ৫ কিলোমিটার বাইপাস সড়ক করলে নড়াইল স্টেশন থেকে বাস টার্মিনালের দূরত্ব রেলের ওয়ার্কিং রোড দিয়ে মাত্র ১৩০০মিটার বা সোয়া ১ কিলোমিটার।

সুতরাং বাস টার্মিনাল থেকে স্টেশনের এই রাস্তাটি উন্নয়ন হলে দূরত্ব কমবে প্রায় ৪ কিলোমিটার, এতে করে  জনগণের অর্থ এবং সময় ২ বাঁচবে, যেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয় । মানুষের সময়, অর্থ  ও নিরাপত্তার দিক বিবেচনা করে । নড়াইল বাসীর দক্ষিণ, পশ্চিম,পূব অঞ্চল মানুষের দাবি । নড়াইল রেলস্টেশন থেকে নতুন বাসটার্মিনাল ওয়াকিং সড়কটি সংস্কার করা জনসাধারণের চলাচলের উপযোগী করা হোক।

Admin / Admin

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু