ফরিদপুরে যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে চোখ তুলে ফেলার পরে কুপিয়ে হত্যা
ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে তুলে নিয়ে পিটিয়ে, কুপিয়ে ও চোখ উপরে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে উপজেলার কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মমতাজ ফিলিং স্টেশন থেকে তাকে তুলে নিয়ে হত্যা করা হয় বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান।
নিহত ওবায়দুর রহমান খান (৩২) উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে।
ওবায়দুরের বড় ভাই রাজীব খান বলেন, “পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খায়রুজ্জামান ওরফে খাজা ও তার বাহিনী আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। আমি হত্যার বিচার চাই।”
তিনি বলেন,“বিকাল ৪টার দিকে ওবায়দুর মমতাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। এ সময় সেখান থেকে অটোরিক্সা ও মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যায় খাজা বাহিনীর লোকজন। আমার ভাইয়ের মোটরসাইকেলটিও নিয়ে যায় তারা।
“ওবায়দুরকে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। ঘণ্টা খানেক পর জানতে পারি, কে বা কারা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার চোখ খুঁচিয়ে উপড়ে ও একটি পা ভেঙে দিয়েছে তারা।”
ওবায়দুরের শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান বলে জানান রাজীব।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোছা. তাহিরা বলেন, ওবায়দুরের অবস্থা আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পথে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই যুবকের ভাই।
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, ওবায়দুর সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ব্যক্তিগত শত্রু তার জের ধরে হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, খায়রুজ্জামান ওরফে খাজা দীর্ঘ ২০ বছর ফরিদপুরের অন্যতম বাণিজ্যিক এলাকা কানাইপুরসহ আশপাশের অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একাধিক মামলাও রয়েছে।এদিকে এই ঘটনা শুনে সাথে সাথে ছুটে যান কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,জেলা কৃষক দলের আহবায়ক রেজাউল ইসলাম,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক তরুণ বিশ্বাস, গোলাম মোস্তফা মিরাজ সদস্য সচিব ফরিদপুর মহানগর বিএনপি,ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবু বকর ছিদ্দিক, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা,ওসি আসাদুজ্জামান'সহ অনেকেই। এসময় তারা নিহতের পরিবারের সকলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা এবং উপযুক্ত বিচার পাবে বলে আস্বস্ত করেন।
Rp / Rp
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা