ঢাকা রবিবার, ৬ জুলাই, ২০২৫

জয়পুরহাটে অনুমোদন ছাড়াই  অবাধে চলছে বেশির ভাগ ইটভাটা


মটলুব হোসেনের, জয়পুরহাট photo মটলুব হোসেনের, জয়পুরহাট
প্রকাশিত: ১৩-১-২০২৫ দুপুর ৩:৩৯

জয়পুরহাটে সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই অবাধে চলছে বেশির ভাগ ইটভাটা। এতে চরম ক্ষতির মুখে পড়েছে ভাটা এলাকার ফসলী জমি, বিভিন্ন গাছপালা ও পরিবেশ। আর ভাটার কালো ধোঁয়ায় বিষিয়ে উঠছে জনজীবন। ইটভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের। এতে চরম ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। যদিও জেলা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন এসব অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন। 
জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্যকেন্দ্র, হাট-বাজারসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ কোন প্রতিষ্ঠানের আশেপাশে বা ফসলি জমিতে কোন ইটভাটা স্থাপন করা যাবেনা। কিন্তু এ আইনের বাস্তবায়ন নেই জয়পুরহাটে। সরকারি নিয়ম না মেনেই জেলার যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ৪৭টি ইটভাটা। এর বেশির ভাগ ভাটার নেই লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র। অভিযোগ রয়েছে, ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় জেলা জুড়ে দেদাড়ছে চলাচ্ছেন এমন অবৈধ ভাটা। জয়পুরহাটের কোন কোন ভাটাতে শিশু শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। এছাড়া আইন অমান্য করে পোড়ানো হচ্ছে খড়ি। আর এসব ইটভাটার কালো ধোয়ায় বিষে উঠেছে জনজীবন। এতে শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে স্থানীয় মানুষ, বিপর্যয় হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কারণে ক্ষতি হচ্ছে ভাটা এলাকার বিভিন্ন গাছপালা, ফল-মূল ও ফসল। আইনকে তোয়াক্কা না করেই চলছে এসব ভাটা। তাই প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। 
সদর উপজেলার তাজপুর গ্রামের ললিত নামে এক ব্যক্তি বলেন, ইটভাটার কারণে বাড়ির পাশের ফুলমূল ও গাছপালার ক্ষতি হচ্ছে। পাশাপাশি ক্ষতি হচ্ছে ফসলেরও।  একই গ্রামের জয়ন্তি নামে একজন বলেন, ভাটার কার্যক্রম যখন শেষের দিকে তখন বিষাক্ত ধোয়া ছেড়ে দেওয়া হয়। এতে ফলমূল ও জমির ধান নষ্ট হয়ে যায়। আমের গাছে ওষুধ দিয়েও কাজ হয়না, ঝড়ে পড়ে যায়। বেলআমলা গ্রামের আরিফ নামে একজন বলেন, আমাদের এই এলাকায় কয়েকটি ইট ভাটা রয়েছে। এজন্য ফসলের অনেক ক্ষতি হয়। এছাড়া অতিরিক্ত ট্রাক্টর চলাচল করার কারণে সড়ক নষ্ট হয়ে গেছে। আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। পুরানাপৈল এলাকার আনোয়ার নামের একজন বলেন, ইট ভাটার কারণে আমাদের জমির ফসল ও গাছের ফলমূল ভালোমত হয়না। ভাটা চালুর সময় প্রতিদিন অসংখ্য ট্রাক্টর চলাচল করে। এতে ধুলাবালির কারণে আমাদের ও বাচ্চাদের চলাচল করা অসুবিধা হয়ে গেছে। এ বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়া দরকার।
নিয়ম মেনে ভাটা চলছে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে, সদর উপজেলার তাজপুর এলাকার ভাটা মালিক আফতাব আলী কথা বলতে রাজী হননি। তবে পূরানাপৈল এলাকার ভাটা মালিক লেবু হাজী বলেন  নিয়ম মেনেই আমরা ভাটা পরিচালনা করছি। বেলআমলা এলাকার ভাটা মালিক মতিয়র বলেন, একজনের কাছ থেকে ভাটাটি কিনে নিয়েছি। এরপর সদস্য হওয়ার জন্য সমিতিকে ১ লাখ টাকা ফি দিয়েছি। বিভিন্ন জায়গায় ব্যয় হয় বলে এই টাকা নিয়েছে। আমার ভাটার পরিবেশ ছাড়পত্রের জন্য অনলাইনে দরখাস্ত করেছি। পরিবেশ ছাড়পত্র না থাকলে তো লাইসেন্স দিবেনা।  তিনি বলেন, দেশে এতো ভাটা, সবার কি পরিবেশ ছাড়পত্র আছে কি? তারা যেভাবে ভাটা চালাচ্ছে আমিও সেভাবে চালাচ্ছি।
জয়পুরহাট জেলা ইটভাটা মালিক সমিতি ও জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল বলেন, আমরা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিই। এজন্য জেলায় অবৈধ কোন ইটভাটা নেই। সব ইট ভাটায় বৈধ। পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিকের আশেপাশে ও কৃষি জমিতে ইটভাটা গড়ে তোলা যাবেনা। জয়পুরহাট জেলায় ৪৭টি ইটভাটা রয়েছে। তার মধ্যে ৩০টি ইট ভাটার পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টসহ আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, নীতিমালার আলোকে জেলা প্রশাসন ইটভাটার লাইসেন্স দিয়ে থাকে। সেক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র থাকতে হবে। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত পরিবেশ ছাড়পত্র বিহীন কোন লাইসেন্স অনুমোদন করেনি। আমি এ রকম কোন লাইসেন্স ইস্যু করিনি, নবায়নও করিনি। যথাযথ নিয়ম অনুযায়ী যদি কেউ লাইসেন্স এর আবেদন করে তাহলে তদন্ত স্বাপেক্ষে নীতিমালা অনুযায়ী যদি থাকে তাহলে অনুমোদন করা হবে। অবৈধ ইটাভাটার লাইসেন্স ইস্যুর কোন প্রশ্নই আসেনা। এসব ভাটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।

Rp / Rp

দেলদুয়ার নাগরপুর বিএনপি মনোনয়ন প্রত্যাশী জুয়েল সরকারের সঙ্গে মতবিনিময় সভা

জয়পুরহাটে বছর না ঘুরতেই সেতুতে ফাটল!

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

মহাদপুরে মজুদ বিরোধী অভিযানে ৭ টি চাউল কলে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রাজশাহীতে ইউনিয়ন পরিষদেই মিলছে ‘কম্পিউটার প্রশিক্ষণ

‘ভূ-উপরিস্থিত পানি শোধানাগার নির্মাণ প্রকল্প’ দৈনিক ২০ কোটি লিটার পরিশোধিত পানি পাবে নগরবাসী

রাজবাড়ীতে মাদক - সন্ত্রাসের ভয়াল ছোবল; ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান

গারো পাহাড় সীমা‌ন্তে অজগর উদ্ধার : বনে অবমুক্ত কর‌লো বন বিভাগ

বাগেরহাটে যাত্রাপুর হাটের সরকারি জমিতে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধ

সাটুরিয়ায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রেলওয়ে স্টেশনের ইঞ্জিন নয় কড়াই গাছের কোটরের আগুন দেখতে উপচে পরা মানুষের ভীড়

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

কালাইয়ে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত