ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫

রাজশাহীতে ইউনিয়ন পরিষদেই মিলছে ‘কম্পিউটার প্রশিক্ষণ


সবুজ ইসলাম, রাজশাহী photo সবুজ ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ৩:৪৫

রাজশাহীতে ইউনিয়ন পরিষদেই মিলছে কম্পিউটার প্রশিক্ষণ। নামমাত্র খরচে এখানে প্রশিক্ষণ গ্রহণ করবে কয়েকশত বেকার যুবক। গ্রামের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে জেলার পবা উপজেলায় নেওয়া হয়েছে এই যুগান্তকারী পদক্ষেপ। উপজেলার ১ নম্বর দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ‘ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’। এখানে শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাচ্ছে।
বুধবার (২ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ ভবনে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। তিনি বলেন, “বর্তমান যুগ চতুর্থ শিল্পবিপ্লবের। এই বিপ্লবের সঙ্গে তাল মেলাতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। এই প্রশিক্ষণ কেন্দ্রটি গ্রামের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি মঞ্চ। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং গ্রামীণ যুবসমাজের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার বাতিঘর।”
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সুসজ্জিত কক্ষে একসঙ্গে ২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারছে। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা কম্পিউটার বেসিক, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্রাউজিং ও নেটওয়ার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। স্বল্প খরচে এমন প্রশিক্ষণের সুযোগ থাকায় এলাকাজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশির বলেন, “দক্ষতার অভাবে সৃষ্ট বেকারত্ব একটি মানবসৃষ্ট দুর্যোগ। আমরা কেবল অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নেও বিশ্বাসী। তরুণরা দক্ষ হয়ে উঠলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।”
দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ আলী বলেন, “উচ্চশিক্ষা গ্রহণ করেও অনেক তরুণ-তরুণী বেকার। এই কেন্দ্র তাদের জন্য আশার আলো। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন কিংবা ডেটা এন্ট্রির মতো কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হতে পারবে। আমরা চাই, এই কেন্দ্রটি বেকারত্ব দূর করার মডেল হয়ে উঠুক।”
প্রশিক্ষণ নিতে আসা রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, “আমি ডিগ্রির ছাত্র হলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে কম্পিউটার শেখার সুযোগ পাইনি। এখানে কম খরচে সেই সুযোগ পেয়ে আমি আনন্দিত। প্রশিক্ষণ শেষে অনলাইনে কাজ করে স্বাবলম্বী হতে চাই।”
এই বছর এসএসসি দেওয়া মনিরা খাতুন বলেন, “পরীক্ষার পর অবসর সময়টা কাজে লাগাতে এসেছি। কম্পিউটার শিখে পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমাদের গ্রামে এমন সুযোগ পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান।”
সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সারি সারি কম্পিউটারের সামনে বসে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। কেন্দ্রের প্রশিক্ষক রুহুল আমিন বলেন, “প্রথম ব্যাচেই শিক্ষার্থীদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। তাদের শেখার আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। এখন আমরা অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেট ব্রাউজিং শেখাচ্ছি। এই ভিত্তি গড়ে উঠলে পরবর্তীতে আমরা ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনসহ অনলাইন আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ শুরু করব। আমাদের লক্ষ্য শুধু সার্টিফিকেট নয়, তাদের বাস্তব কাজের জন্য পুরোপুরি প্রস্তুত করা।”
এই উদ্যোগ গ্রামের শিক্ষার্থীদের ঘরে বসেই সম্মানজনক উপার্জনের পথ দেখাবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলে জাতীয় উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বাগসইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, “এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। গ্রামের ছেলে-মেয়েরা যাতে প্রযুক্তি শিক্ষায় পিছিয়ে না থাকে, সেজন্য এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র আরও চালু করা জরুরি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের জীবনমান যেমন উন্নত করবে, তেমনি দেশকেও এগিয়ে নেবে।”
দর্শনপাড়া ইউনিয়নের জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম বলেন, “আমাদের এলাকার অনেক শিক্ষার্থী আগে কম্পিউটার শেখার সুযোগ পেত না। এই কেন্দ্র চালুর ফলে তারা প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে। এতে চাকরি ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি হবে। আমরাও চাই, তারা যুগের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠুক।”

Rp / Rp

দেলদুয়ার নাগরপুর বিএনপি মনোনয়ন প্রত্যাশী জুয়েল সরকারের সঙ্গে মতবিনিময় সভা

জয়পুরহাটে বছর না ঘুরতেই সেতুতে ফাটল!

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

মহাদপুরে মজুদ বিরোধী অভিযানে ৭ টি চাউল কলে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রাজশাহীতে ইউনিয়ন পরিষদেই মিলছে ‘কম্পিউটার প্রশিক্ষণ

‘ভূ-উপরিস্থিত পানি শোধানাগার নির্মাণ প্রকল্প’ দৈনিক ২০ কোটি লিটার পরিশোধিত পানি পাবে নগরবাসী

রাজবাড়ীতে মাদক - সন্ত্রাসের ভয়াল ছোবল; ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান

গারো পাহাড় সীমা‌ন্তে অজগর উদ্ধার : বনে অবমুক্ত কর‌লো বন বিভাগ

বাগেরহাটে যাত্রাপুর হাটের সরকারি জমিতে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধ

সাটুরিয়ায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রেলওয়ে স্টেশনের ইঞ্জিন নয় কড়াই গাছের কোটরের আগুন দেখতে উপচে পরা মানুষের ভীড়

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

কালাইয়ে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত