ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

তারুণ্যের উৎসব ২০২৫/নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, পোর্ট লুইস কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ৪:১৮
"এসো দেশ বদলাই ,  এসো পৃথিবী  বদলাই " এ স্লোগানে  তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, পোর্ট লুইস কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে।
 
মরিশাস প্রজাতন্ত্রের স্বাস্থ্য ও সুস্থতা মন্ত্রণালয় ও ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস মরিশাস-এর সার্বিক সহযোগিতায়  ২৬ জানুয়ারি ২০২৫ সকাল ১০.০০ টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন ভবনে এ রক্ত দান কর্মসূচী অনুষ্ঠিত হয়। মান্যবর হাইকমিশনার জনাব জকি আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম (The Honourable Muhammad Reza Cassam UTEEM)। তিনি রক্ত দান কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের  মহাপরিচালক   Dr. A. Dinassing উপস্থিত ছিলেন।
 
মান্যবর হাইকমিশনার  জনাব জকি আহাদ  প্রথমেই জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে শহিদ ও বেঁচে থাকা সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, রক্তের কোন বিকল্প নেই এবং এটি প্রবাসী বাংলাদেশী রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার। তিনি আরো বলেন যে, আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ ধরনের মানবিক কাজে সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি।
 
শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম ‍উত্তিম বলেন, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত আজকের এ রক্তদান কর্মসূচী এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশীরা আমাদের পরিবারের অংশ এবং আর্ত-মানবতার সেবায় তাঁদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়। তিনি বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত এই মানবিক কর্মসূচীর ভূয়শী প্রশংসা করেন বলেন, এ পর্যন্ত আর কোন দূতাবাস/ হাইকমিশন এ ধরনের কোন অনুষ্ঠান আয়োজন করেনি।
 
উক্ত কর্মসূচীতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশ হাইকমিশনের এর কর্মকর্তা-কর্মচারীগণ স্বেচ্ছায় স্বত:স্ফুর্তভাবে রক্তদান করেন। তারুণ্যের উৎসব ২০২৫  উপলক্ষ্যে মরিশাসস্থ বাংলাদেশ  হাইকমিশনে এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশীদের ভূয়শী প্রশংসা অর্জন করে।  অনুষ্ঠানে ১২৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। প্রবাসী বাংলাদেশিরা স্বত:স্ফূর্তভাবে উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন। হাইকমিশনের পক্ষ থেকে সকল রক্ত দাতাগণকে একটি করে `প্রশংসা সনদ`  "A Certificate of Appreciation" প্রদান করা হয়। অনুষ্ঠানটি মরিশাসের টেলিভিশন ও রেডিও (সরাসরি সম্প্রচার) সহ সকল গণমাধ্যমে প্রচারিত হয়।

Rp / Rp

মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে যোগ্যতার প্রমাণ—লালমনিরহাটে ১৭ জনের স্বপ্নপূরণ

বাগেরহাটে আসন পুনর্বহালের আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান 

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের "উন্মুক্ত ওয়ার্ড সভা" অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ

বাগেরহাটে আসন পুনর্বহালের আন্দোলন, ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

মোড়েলগঞ্জ উপজেলায় ও পালিত হয়েছে হরতাল

মানিকগঞ্জের দৌলতপুরে ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যাকাণ্ড

লালমনিরহাটের আলোচিত রায়ফুল হত্যা মামলার প্রধান আসামী রাজধানীতে আটক

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মত হরতাল শুরু

অবশেষে মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনকারী কনক মুহুরী জেল হাজতে

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত