ঢাকা রবিবার, ৬ জুলাই, ২০২৫

এখনো তালাবদ্ধ কার্যালয়, হতাশায় গ্রাহকরা বে-আইনিভাবে আমানত সংগ্রহ করত সমতা


মটলুব হোসেনের, জয়পুরহাট photo মটলুব হোসেনের, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ৩:১৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সমবায় অফিস থেকে অনুমোদন নিয়ে সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামীয় এক প্রতিষ্ঠান পারভিন সমাজ কল্যাণ সংস্থা নামক অপর এক এনজিও এর অফিস ও কর্মচারীকে ব্যবহার করে গ্রাহকদের উচ্চ মুনফার লোভ দেখিয়ে বিগত কয়েক বছর ধরে আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করতো। সম্প্রতি এই উপজেলার দুটি প্রতিষ্ঠানের সব কয়েকটি কার্যালয়ে ঝুলছে তালা এবং লাপাত্তা ওই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এতে উপজেলার প্রায় আড়াই শতাধিক সমতা সমবায় সমিতির ছোট-বড় বিনিয়োগকারী প্রায় ৮৫ কোটি টাকার আমানত নিয়ে পরেছেন হতাশায়। প্রতিষ্ঠানটি তদাকরীর দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তার দাবী, তারা তথ্য গোপন করে বে-আইনিভাবে আমানত সংগ্রহ ও অন্যের অফিস ব্যবহার করে এসকল কার্যক্রম পরিচালনা করেছে। সমতার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে থাকা একাধিক সদস্য দায়িত্ব অস্বীকার করে বলেন কমিটির পদে থাকার বিষয়ে তারা অবগত নয়।      
সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রধান কার্যালয় উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দনদিঘী এলাকায়। আক্কেলপুর উপজেলা সমবায় অফিস থেকে ২০১৭ সালে অনুমোদন নিয়ে তারা কার্যক্রম শুরু করেন। অপরদিকে পারভিন সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয় বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে। বিগত প্রায় ২৫ দিন ধরে দুটি প্রতিষ্ঠানের কার্যালতে ঝুলছে তালা, ফোন বন্ধ করে লাপাত্তা কমকর্তা-কর্মচারীরা। 
জানা গেছে, ২০১৭ সালে আক্কেলপুর উপজেলা সমবায় অফিসে আবেদন করে সমতা সমবায় সমিতি নামে নিবন্ধন নেয়। পরে সেটি ২০১৯ সালে সংশোধন করে সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে ওই সমিতির আওতাভুক্ত সদস্যদের ক্ষুদ্র ঋণদান কর্মসূচী পরিচালনা করে। ওই সমিতিতে ২০২২ সালে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। সেখানে ২০২৫ সালের গত মে মাস পর্যন্ত কমিটির সভাপতি রায়কালী ইউনিয়নের মোফাজ্জল হোসেনের ছেলে সুলতান মাহমুদ, সহ-সভাপতি পোপিনাথপুর ইউনিয়ের আব্দুল আজিজের মেয়ে স্বপ্না বানু, সম্পাদক তিলকপুর ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে কে এম নুরুজ্জামান, কোষাধ্যক্ষ রায়কালী ইউনিয়নের ফারুকুল ইসলামের ছেলে এনায়েত আহম্মেদ এবং সদস্য তিলকপুর ইউনিয়নের রেজাউল ইসলামের মেয়ে নূরুন নেছা এবং রায়কালী ইউনিয়নের আহম্মেদ আলীর ছেলে মুক্তার হোসেন দায়িত্বে রয়েছেন। সর্বশেষ ২৩ সালের অডিট অনুযায়ী তাদের মূলধন ২৭ লক্ষ ৩৩ হাজার ৫’শ ৪ টাকা ছিল। মোট সদস্য ছিল ৪৮৫ জন। 
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিগত আট বছর ধরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা গ্রামের সহজ সরল সাধারণ মানুষদের উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ফাঁদে ফেলে বিভিন্ন অংকের দীর্ঘ মেয়াদী এক কালীন আমানত ও স্থায়ী আমানত সংগ্রহ করত এবং দুটি প্রতিষ্ঠানেরই প্রধান কার্যালয় সান্তাহারে এমনটি জানান গ্রাহকদের। পারভীন ও সমতার সকল কার্যক্রম একই কর্মকর্তা-কর্মচারী দ্বারা পরিচালিত হতো। 
অপরদিকে উপজেলা সমবায় কর্মকর্তা জানান, সমবায় সমিতির নিবন্ধন নিয়ে আমানত সংগ্রহ করা সম্পূর্ণ বে-আইনী। এটি ব্যাংকিং কার্যক্রম। কোন সমবায় সমিতি এটা করতে পারে না। সমবায় সমিতির কোন শাখা অফিস থাকবে না। সমতা গ্রাহকদের লোভ দেখিয়ে প্রতারণা করেছে। সমতা সমবায় সমিতির সম্পূর্ণ দায়ভার ব্যবস্থাপনা কমিটিতে নিতে হবে।
এসকল বিষয়ে কথা বলার জন্য সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ, সম্পাদক কে এম নুরুজ্জামান ও সদস্য মুক্তার হোসেনের বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি, তারা ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। তবে অপর তিন জন জানিয়েছেন ভিন্ন কথা।   
সহ-সভাপতি স্বপনা বানু ও কোষাধ্যক্ষ এনায়েত আহম্মেদের ভাষ্য, তারা সমতাতে চাকুরী করতেন। এর বেশি তাদের জানা নেই। ব্যবস্থাপনা কমিটিতে থাকার বিষয়টিও তারা অস্বীকার করেন।
ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য নূরুন নেছা জানান, কয়েক বছর আগে আমি ওই প্রতিষ্ঠানে একটি সঞ্চয় রেখেছিলাম। এর বেশি আমার জানা নেই। আমি কখনও ওই প্রতিষ্ঠানে যাইও নি। তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। এবিষয়ে আপনাদের কাছেই প্রথম শুনলাম।

আমানত রাখা উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা সরওয়ার হোসেন বলেন, গোপীনাথপুর শাখার পারভিন অফিসে সমতা সমবায় সমিতি নামের প্রতিষ্ঠানে ১৫ লাখ টাকা আমানত রেখেছিলেন। এখন সবাই পালিয়ে গেছে। আমরা জানি প্রতিষ্ঠানটির প্রধান অফিস নওগাঁয়। প্রধান কার্যালয় ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আক্কেলপুরের তাও আমাদের জানা নেই। টাকা ফিরে পেতে এখনও প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত তাদের ব্যবস্থা নেওয়া হয়। 
পৌর সদরের পূর্ব রাজকান্দা গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে শাখা কার্যালয় করেছিল সমতা ও পারভিন নামের দুই প্রতিষ্ঠান। তিনি জানান, তিন বছর আগে তাঁর বাসা ভাড়া নিয়ে কার্যালয় করা হয়েছিল। গত জানুয়ারির ৫ তারিখে বাসা ভাড়ার টাকা দিয়ে তারা প্রধান কার্যালয়ে জরুরি মিটিং এর কথা বলে বলে চলে যায়। আজ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা কেউ অফিসে ফিরে আসেননি। অফিসে তালা ঝুলছে। প্রতিদিনই লোকজন টাকা ফেরত নিতে এসে ফিরে যাচ্ছেন। তিনি লোকজনের ভয়ে বাড়ির সামনে থাকা সাইনবোর্ড খুলে রেখেছেন। এই অফিসে তাদেরও টাকা রাখা ছিল। প্রতি মাসে দেড় হাজার টাকা লাভ পেতেন। এখন কর্মকর্তারা পালিয়ে যাওয়াই আম ও ছালা দুটোই হারিয়েছে।
ভুক্তভোগী সরওয়ার হোসেন ও নুরুল ইসলামের মতো এই উপজেলার প্রায় আড়াই শতাধিক গ্রাহক সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামীয় প্রতিষ্ঠানে প্রায় ৮৫ কোটি টাকা আমানত রেখেছিলেন।
উপজেলা সমবায় কর্মকর্তা আবু হাশেম মো. মোকারম হোসেন বলেন, সমতা সমবায় সমিতি আমাদের আওতাধীন, তবে পারভীন আমাদের অন্তর্ভূক্ত নয়। আমরা প্রতিনিয়ত সমবায় সমিতি গুলো অডিট করি। তারা আমাদের অগোচরে তথ্য গোপন করে আমানত সংগ্রহ ও অন্যের অফিস ব্যবহারর করেছে। অডিটে কখনোই তাদের প্রতারণার বিষয়টি আমরা জানতে পারিনি। তারা গ্রামের সহজ সরল মানুষদের লোভ দেখিয়ে প্রতারণা করেছে। জেলায় অফিসে বিষয়টি জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সমবায় কর্মকর্তা মোছাঃ মর্জিনা বেগম জানান, সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি অবগত নেই। অডিটের বিষয়ে প্রশ্ন করা হলে এবং মন্তব্য জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।

Rp / Rp

দেলদুয়ার নাগরপুর বিএনপি মনোনয়ন প্রত্যাশী জুয়েল সরকারের সঙ্গে মতবিনিময় সভা

জয়পুরহাটে বছর না ঘুরতেই সেতুতে ফাটল!

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

মহাদপুরে মজুদ বিরোধী অভিযানে ৭ টি চাউল কলে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রাজশাহীতে ইউনিয়ন পরিষদেই মিলছে ‘কম্পিউটার প্রশিক্ষণ

‘ভূ-উপরিস্থিত পানি শোধানাগার নির্মাণ প্রকল্প’ দৈনিক ২০ কোটি লিটার পরিশোধিত পানি পাবে নগরবাসী

রাজবাড়ীতে মাদক - সন্ত্রাসের ভয়াল ছোবল; ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান

গারো পাহাড় সীমা‌ন্তে অজগর উদ্ধার : বনে অবমুক্ত কর‌লো বন বিভাগ

বাগেরহাটে যাত্রাপুর হাটের সরকারি জমিতে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধ

সাটুরিয়ায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রেলওয়ে স্টেশনের ইঞ্জিন নয় কড়াই গাছের কোটরের আগুন দেখতে উপচে পরা মানুষের ভীড়

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

কালাইয়ে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত