ঢাকা রবিবার, ৬ জুলাই, ২০২৫

ক্ষেতলালের ঐতিহাসিক হিন্দা শাহী মসজিদ প্রাচীন সুনিপূন নির্মান শৈলীর এক অনন্য নিদর্শন


মটলুব হোসেনের, জয়পুরহাট photo মটলুব হোসেনের, জয়পুরহাট
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ৪:৫৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিভৃত পল্লী গ্রাম হিন্দা কসবায় অবস্থিত ঐতিহাসিক হিন্দা শাহী জামে মসজিদটি স্থাপত্বের প্রাচীন সুনিপুন নির্মান শৈলীর এক অনন্য নিদর্শন। মুঘল স্থাপত্যের অনুকরনে তৈরি এই মসজিদটি আজও সকলের কাছে দৃষ্টিনন্দন হয়ে দাড়িয়ে আছে।  এছাড়া মসজিদের দেয়ালে বিভিন্ন রংয়ের কাঁচ, মার্বেল পাথর ও সিরামিকের টুকরো বসিয়ে অলংকরণ বৃদ্ধি করা হয়েছে। 
জানা গেছে এ মসজিদটির প্রতিষ্ঠাতা হলেন, চিশতীয়া তরিকার অন্যতম পীরে অলীয়ে কামেল “হয়রত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতী (রহঃ)”। তিনি সদুর কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রাম থেকে ষাটের দশকে অত্র এলাকায় চিশতিয়া তরিকার প্রচারের জন্য আস্তানা গড়ে তোলেন। সেই সময় অত্র এলাকায় ধর্মপ্রান মুসলমানগণ দলে দলে তাঁর অনুসারী হতে থাকেন। তখন তিনি ওই এলাকায় একটি মসজিদ নির্মানের পরিকল্পনা গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে তিনি তাঁর আস্থাভাজন খলিফা আব্দুল খালেককে সাথে নিয়ে বাংলা ১৩৬২ সনে মসজিদ নির্মানের কাজ শুরু করেন। মসজিদ নির্মানের পুরোকাজ তদারকি করার দায়িত্ব দেন ঐ খলিফাকে। পুরো ৩ বছর বছর লেগে যায় সম্পুর্ন মসজিদটির নির্মান কাজে।
মসজিদটির দৈর্ঘ্য ৪৯.৫ফুট, প্রস্থ্য ২২.৫ফুট। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের সাথে মিল রেখে, পাঁচটি গম্বুজ দিয়ে তৈরি করা হয়েছে মসজিদটি। বড় গম্বুজটি রয়েছে মাঝখানে, বাঁকি চারটি গম্বুজ রয়েছে চার কোনায়, যা বড় গম্বুজটির সঙ্গে সংযুক্ত। মসজিদটির ছাদ পাঁচটি গম্বুজের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও লক্ষ্যনীয় যে, এগুলো নির্মানে কোন লোহার রড ব্যবহার করা হয়নি। মাঝখানের বড় গম্বুজের ভেতরের অংশে ‘আয়াতুল কুরসি’ ঘুড়িয়ে ঘুড়িয়ে লেখা রয়েছে। মসজিদটির উত্তর-পূর্ব কোণে রয়েছে চারতলা বিশিষ্ঠ ৪০ফুট সু-উচ্চ একটি মিনার।
মসজিদটির পার্শ্বে চির নিন্দ্রায় শায়িত আছেন “শাহ্ এলেমজি (রহঃ)” ও “শাহ্ কালেমজি (রহঃ)”। প্রতি বছর রবিউল আউয়াল চাঁদের নয় তারিখে মসজিদ চত্বরে পবিত্র ওরশ মোবারক উপলক্ষ্যে হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলা ও জেলার বাইরে থেকে আসা প্রায় ২০/২৫ হাজার লোকের সমাগম ঘটে। 
জয়পুরহাট জেলা সহ উত্তরবঙ্গে এ মসজিদটি একটি দর্শনীয় স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। জেলার বিভিন্ন গ্রাম ও বাইরের জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ প্রতিদিন মসজিদটি দর্শন করতে আসে। তবে এক্ষেত্রে মসজিদ দর্শনে এসে যাতায়াত সমস্যায়ও পড়ে লোকজন। ভারী যানবাহন না থাকায় উপজেলা সদর থেকে ৮-১০ কিলোমিটার রাস্তা রিক্সা-ভ্যান ও অটো যোগে আর্কষনীয় এ মসজিদ দেখার জন্য আসতে হয়। এছাড়াও নিভৃত পল্লীতে অবস্থিত হওয়ায় থাকা-খাওয়ার সমস্যায়ও পড়তে দর্শনার্থীদের।  দূরের কোন দর্শনার্থী এলে তাকে জয়পুরহাট শহরে রাত্রি যাপন করতে হয়। এজন্য এলাকা বাসী দীর্ঘদিন থেকে ক্ষেতলাল উপজেলা সদরে একটি মান সম্পন্ন ডাকবাংলো গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন। আর ডাক বাংলো স্থাপন করতে পারলে একদিকে দর্শনার্থীদের ভোগান্তি কিছুটা লাঘব হবে অন্যদিকে দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হবে হিন্দা শাহী জামে মসজিদটি এবং বাংলাদেশের পর্যটন শিল্পে অবদান রাখবে বলে অভিজ্ঞ মহল মনে করেন
মসজিদের বর্তমান সাধারন সম্পাদক হাবিবুল হাসান বলেন, এই মসজিদটি দেখতে এসে অনেকে এর নির্মান কৌশল দেখে অভিভূত হন। তবে সরকারী পৃষ্ঠপোষকতা পেলে দর্শনার্থীর সংখ্যা আরও দিন দিন বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।

Rp / Rp

দেলদুয়ার নাগরপুর বিএনপি মনোনয়ন প্রত্যাশী জুয়েল সরকারের সঙ্গে মতবিনিময় সভা

জয়পুরহাটে বছর না ঘুরতেই সেতুতে ফাটল!

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

মহাদপুরে মজুদ বিরোধী অভিযানে ৭ টি চাউল কলে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রাজশাহীতে ইউনিয়ন পরিষদেই মিলছে ‘কম্পিউটার প্রশিক্ষণ

‘ভূ-উপরিস্থিত পানি শোধানাগার নির্মাণ প্রকল্প’ দৈনিক ২০ কোটি লিটার পরিশোধিত পানি পাবে নগরবাসী

রাজবাড়ীতে মাদক - সন্ত্রাসের ভয়াল ছোবল; ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান

গারো পাহাড় সীমা‌ন্তে অজগর উদ্ধার : বনে অবমুক্ত কর‌লো বন বিভাগ

বাগেরহাটে যাত্রাপুর হাটের সরকারি জমিতে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধ

সাটুরিয়ায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রেলওয়ে স্টেশনের ইঞ্জিন নয় কড়াই গাছের কোটরের আগুন দেখতে উপচে পরা মানুষের ভীড়

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

কালাইয়ে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত