ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ১১:৫
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত কমিটি অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন করা হয়। এরপর প্রতিবাদ মিছিল বের হয়ে প্রেসক্লাব চত্বর থেকে লোহাগড়া উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।
 
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি আলহাজ সাচ্চু মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসানসহ আরও অনেকে।
 
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বছরের অক্টোবরের ২৬ তারিখে লোহাগড়া উপজেলার সম্মেলন হয়েছিল। এ সম্মেলন আমরা যারা অংশগ্রহণ করেছিলাম- ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ডের সব সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত লোহাগড়া উপজেলা ও পৌরসভার সব নেতাকর্মী ও জেলা হাজতখাটা কর্মী। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের না রেখে টাকার বিনিময়ে আওয়ামী বাকশাল সদস্যদের নিয়ে কমিটি গঠন হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সব নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছি।
 
আমাদের বর্তমান উপজেলা সভাপতি এসএসসি পাশ করেনি। তার জ্ঞানের অভাবে টাকার বিনিময়ে এই অন্যায় কাজ করেছে। বর্তমান কমিটির বেশির ভাগ সদস্য লেখাপড়া জানে না। এই অশিক্ষিত লোক দিয়ে আমাদের দল ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এসব অন্যায় কাজের প্রতিবাদ করছি। দাগি, খুনি আসামি, চোরাচালানি ব্যক্তিরা টাকার বিনিময়ে এই কমিটিতে আসছে। আমরা এতে হতভম্ব হয়েছি। অনেক উচ্চ শিক্ষিত সিনিয়র ভিপি শফিকুল ইসলাম (সবুজ) এই কমিটিতে নেই। যিনি দীর্ঘ ৬ মাস কারাবরণ করেছিলেন। এছাড়া শ ম লুৎফর রহমান, আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু, জাহিদুল ইসলাম সাহেব, খোকন সরদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রবিউল ইসলাম পলাশসহ অনেকে বর্তমান কমিটিতে নেই। এসব বিষয়ে আমরা দুঃখের সঙ্গে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
 
এসব অভিযোগের বিষয়ে জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুকে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। এদিন সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত