কারণ দর্শানো নেটিশ ও তদন্ত কমিটিগঠন বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ

পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় কলেজের সহকারি অধ্যাপক মোঃ খসরুল আলমের বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান করেছে ছাত্র জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দেপাড়া বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের সামনে ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পরে দেপাড়া বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষের কাছে একটি প্রতিবাদ লিপি প্রদান করেন আন্দোলনরত ছাত্র-জনতা। এসময় সালমান, এনামুল, জিহাদুল, জাবেদ, রাবেয়া, রুমানা, হাফিজাসহ প্রায় দুই শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে কলেজ কতৃপক্ষ অভিযোগ উঠা ওই শিক্ষকের বিরুদ্বে কারণ দর্শানো নেটিশ ও ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং বিতর্কিত প্রশ্নে অনুষ্ঠিত পরিক্ষাটি বাতি করা হয়েছে।
এসময় শিক্ষার্থীরা জানান, গত ১০ ফেব্রুয়ারি বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ২য় পত্র পরীক্ষার প্রশ্নপত্রে স্পষ্টভাষায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এর স্থলে বাকশাল সৃষ্টিকারী শেখ মুজিবের নাম নির্লজ্জ ভাবে জুড়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে দেশে বিভাজন সৃষ্টির লক্ষ্যে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে খুবই অরুচিকর ভাষায় প্রশ্ন জুড়ে দিয়ে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে জাতিকে বিভক্ত করার প্রচেষ্টায় লিপ্ত করার চেষ্টা করছে।
প্রশ্নপত্র প্রনয়ণকারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো খসরুল আলম দেশের ইতিহাস বিকৃতি করে এক নজির বিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে। এর মাধ্যমে ১৯৭১ সাল ও ২০২৪ এ হাজারো শহীদদের বিপক্ষে অত্র প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।
শিক্ষার্থীরা আরো বলেন, কয়েকমাস আগেও এ জাতির উপর বর্বর গনহত্যা চালানোর মাধ্যমে পুনরায় বাকশাল কায়েমের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে হাজার হাজার তরুণকে প্রকাশ্যে রাজপথে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে তাদের পুনরায় আওয়ামী লীগকে পূর্নবাসনের চেষ্টা করা হয়েছে। তাই প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িত সংশ্লিষ্ঠ সকলকে আইনের আওতায় আনাসহ সামাজিক মাধ্যমে স্পষ্ট ভাষায় ক্ষমা চাওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায়, বিক্ষুদ্ধ ছাত্র-সমাজ বিপ্লবী পথে হাটতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্ররা।
এবিষয়ে প্রশ্নপত্র প্রনয়ণকারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো খসরুল আলম বলেন, ভুলবসত ঘটনাটি ঘটেছে।
বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ উঠা শিক্ষকের বিরুদ্বে কারণ দর্শানো নেটিশ দেওয়া হয়েছে ও ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা করা হয়েছে। প্রশ্নপত্র প্রনয়ণকারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো খসরুল আলমকে ৩ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান
