ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আলু মাঠে থাকতেই হিমাগারের ঘোষণা বুকিং শেষ! আক্কেলপুরে আলু সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় চাষীরা


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-২-২০২৫ বিকাল ৬:৪

প্রতি বছর ব্যাপক আলু উৎপাদন হয় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। চলতি মৌসুমে এবার এই উপজেলায় প্রায় ৬’শ ৮০ হেক্টর বেশি জমিতে আলু উৎপাদন হয়েছে। এবার আলু উত্তোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত মাঠেই কৃষকের উৎপাদিত অর্ধেক আলু রয়ে গেছে বলে জানিয়েছেন কৃষি অফিস। সেই মোতাবেক মোট উৎপাদনের অর্ধেক আলু মাঠে রেখেই সংরক্ষণের বুকিং নেওয়া সমাপ্ত ঘোষনা করেছে হিমাগারগুলো। আলুর বুকিং কার্যক্রম শেষ হওয়ায় খাবার ও বীজ আলু সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় ও মহা বিপাকে পড়েছেন আলু চাষীরা। প্রতিদিন আলুর বুকিং নিতে হিমাগারগুলোতে ভীড় করতে দেখা যাচ্ছে আলু চাষীদের। বুকিং না পেয়ে এক বুক হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন তারা। 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর এই উপজেলায় প্রায় ৫ হাজার ৯’শ ২০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল। এই বছর আলু উৎপাদন হয়েছে প্রায় ৬ হাজার ৬’শ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এ বছর  ৬’শ ৮০ হেক্টর জমিতে আলু চাষ বেশি হয়েছে। এবারে মোট উৎপাদিত আলুর পরিমাণ প্রায় ১ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন। এখন পর্যন্ত কৃষকের প্রায় ২ হাজার ৬’শ হেক্টর জমির আলু মাঠেই অনুত্তোলিত অবস্থায় আছে।  
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এই উপজেলায় আলু সংরক্ষণের জন্য দুটি হিমাগার রয়েছে। একটি গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর হিমাগার লিমিটেড এবং অপরটি তিলকপুর ইউনিয়নের দীনা কোল্ড ষ্টোরেজ লিমিটেড। হিমাগারগুলো ইতোমধ্যেই তাদের আলু বুকিং কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছে। আলু বুকিং দিতে না পেরে ফিরে যেতে হচ্ছে তাদের। এতে উৎপাদিত আলু নিয়ে দুশ্চিন্তায় ও বিপাকে পড়েছেন তারা।
জানা গেছে, দুটি হিমাগারেরই ধারণ ক্ষমতা ১ লক্ষ ২০ হাজার বস্তা। মেট্রিক টন হিসেবে দুটি হিমাগার মিলিয়ে মোট ধারণ ক্ষমতা প্রায় ১৪ হাজার মেট্রিক টন। যা মোট উৎপাদনের সাড়ে ৯ শতাংশ। দুটি হিমাগারেই আলু বুকিং কার্যক্রম শুরু ঘোষণার পর থেকেই এই উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার এবং বগুড়া ও নওগাঁ জেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু বুকিং এর জন্য নগদ টাকা দিয়ে বুকিং দিয়ে গেছেন। এতে অনেকাংশেই বঞ্চিত হয়েছেন স্থানীয় কৃষকরা। ফলে এই উপজেলার মাঠে রয়ে যাওয়া আলু চাষীরা সময় মতো বুকিং দিতে না পারায় আলু সংরক্ষণ নিয়ে পড়েছেন বিপাকে। 
স্থানীয় বাজার গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকারভেদে পাইকারী দামে কার্ডিনাল আলু ৫’শ ৫০ থেকে ৫’শ ৭০ টাকায়, ডায়মন্ড আলু ৫’শ থেকে ৫’শ ২০ টাকায়, স্টিক আলু ৪’শ ৭০ থেকে ৪’শ ৮০ টাকায় ও দেশি আলু ৭’শ টাকা পর্যন্ত বাজারে বিক্রয় করছেন কৃষকরা। এদিকে কৃষকদের প্রতিমন আলু উৎপাদনে খরচ পড়েছে প্রায় সাড়ে ৫’শ থেকে ৬’শ টাকা। হিমাগারে খাবার আলু ও বীজ আলু সংরক্ষণ করতে না পারলে আরও লোকসান গুনতে হবে এমনটি দাবী করছেন স্থানীয় কৃষকরা ।
উপজেলার আলীমামুদপুর গ্রামের কৃষক তোফাজ্জল মন্ডল বলেন, গোপীনাথপুর হিমাগার লিমিটেড আমার গ্রামেই অবস্থিত। এবছর আমি ৮ বিঘা আলু চাষ করেছি। এখন পর্যন্ত ৩ বিঘা জমির আলু তুলেছি, বাকিটা মাঠেই আছে। আলু বুকিং দিতে এসে শুনি বুকিং নেওয়া শেষ। অল্প পরিমাণ খাবার ও বীজ আলু রাখতে পারলেও আমরা উপকৃত হবো।
গোপীনাথপুর হিমাগারের প্রধান ফটকে দাড়িয়ে থাকা মামুদপুর গ্রামের আরেক কৃষক অভিযোগ করে বলেন, আমরা অল্প করে আলু রাখবো, সেই সুযোগও পাচ্ছিনা। অনেকেই এসে ঘুরে যাচ্ছেন, আবার অনেকেই শেষ ঘোষণার পরেও বুকিং পাচ্ছেন। এবার আলু ব্যবসায়ীরা সব বুকিং নিয়ে নিছে। আমরা স্থানীয়রা অল্প করে হলেও কী বুকিং পাব না?
গোপীনাথপুর হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক (ম্যানেজার) রবিউল ইসলাম বলেন, আমাদের ধারণ ক্ষমতা অনুযায়ী এবারের বুকিং নিয়েছে। আমরা এ বছরের বুকিং কার্যক্রম শেষ করেছি। আমাদের কাছে যারা এসেছিল (কৃষক, ব্যবসায়ী) প্রত্যেকেরই বুকিং নেওয়া হয়েছে। স্থানীয়দের জন্য কিছু বুকিং হাতে রেখে, তাদের ভোটার আইডি কার্ড জমা নেওয়া হয়েছে। এর পরিমাণ প্রায় ১০ হাজার বস্তা।
উপজেলার তিলকপুর ইউনিয়নের দীনা কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপক (ম্যানেজার) সুপন বড়ুয়ার ভাষ্য, আমরা এই বছরে কৃষকদের অগ্রাধিকার দিয়ে আলুর বুকিং নিয়েছি। বর্তমানে ব্যবসায়ীদের বুকিং নিচ্ছি। বাজারে আলুর দাম কম থাকায় অন্যান্য বছরের তুলনায় এই বছর আলু সংরক্ষণের জন্য কৃষকদের চাহিদা প্রায় ৪ গুন বেশি। তবে আমরা হিমাগারের নিকটবর্তী এলাকার কৃষকদের প্রাধান্য দিয়ে বুকিং নিয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, এ বছর বীজ আলু বেশি দামে কেনায় ও বাজারে আলুর কাঙ্খিত দাম থাকায় কৃষকরা আলু সংরক্ষণে বেশি ঝুঁকছেন। এই কারণেই হয়তো হিমাগারগুলোতে সমস্যা হচ্ছে।  
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, গত বছরের তুলনায় এই বছর উপজেলায় আলু বেশি চাষ হয়েছে। তাই আলু সংরক্ষণে কৃষকদের মধ্যে বাড়তি চাহিদা রয়েছে। কৃষকদের অগ্রাধীকার দেওয়ার বিষয়ে হিমাগার ব্যবস্থাপকদের সাথে আলোচনা করা হয়েছে। 

Rp / Rp

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা ১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থীর পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ  ৩জন আটক

বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ