সরকারি গুদামে চাল না দেওয়ায় জয়পুরহাটে ৬০ চালকলের লাইসেন্স বাতিল
চলতি আমন সংগ্রহ মৌসুমে জয়পুরহাটে সরকারি খাদ্য গুদামে চাল দেওয়ার চুক্তি না করায় ৬০টি হাস্কিং চাল কলকে কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য বিভাগ। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী যেসব মিল সরকারের গুদামে চাল দেবেননা তাদের লাইসেন্স বাতিল করা হবে। একইসঙ্গে ওইসব প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করতে পারবেন না। এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরেও সরকারি শর্ত পূরণ না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে জেলা খাদ্য বিভাগ।
চালকল মালিকরা বলছেন, বর্তমান বাজারের চেয়ে সরকারি চালের মূল্য অনেক কম। এছাড়া উৎপাদন খরচ অনুযায়ী সরকারি গুদামে চাল দিলে তাদের কেজি প্রতি লোকসান হচ্ছে ২ টাকা থেকে সাড়ে ৩ টাকা পর্যন্ত। তাই লোকসানে পড়ে অনেকেই চাল দেওয়ার চুক্তি করেননি। আবার অনেকেই লাইসেন্স টিকিয়ে রাখার জন্য লোকসান হলেও চাল দিয়েছেন গুদামে।
জানা গেছে, জয়পুরহাট জেলায় প্রতি বছর প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে ধানের চাষ হয়। গেল আমন মৌসুমে এ জেলায় চাল উৎপাদন হয়েছিল প্রায় ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এর মধ্যে সরকারি খাদ্য গুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার ৪৯২ মেট্রিক টন। জেলায় মোট হাস্কিং চালকল বা চাতাল রয়েছে ৩২৭টি। এর মধ্যে ২৬৭টি চাতালের মালিক চুক্তি করেছিল ৪৭ টাকা কেজি দরে ৯ হাজার ৫৯৯ মেট্রিক টন চাল তারা সরকারি গুদামে সরবরাহ করবেন। কিন্তু সরকার চাল সংগ্রহের যে মূল্য নির্ধারণ করেছে, তা বাজারের দামের চেয়ে কম ও উদপাদন খরচ বেশি হওয়ায় বাকী ৬০টি চালকল চুক্তি করেননি। তারা বলছেন, উৎপাদন খরচ অনুযায়ী প্রতি কেজি চালে তাদের লোকশান হচ্ছে প্রায় সাড়ে ৩ টাকা করে। এছাড়া গত কয়েক মৌসুম ধরে সরকারের গুদামে চাল দিতে গিয়ে লোকসানে পড়ে বন্ধ হয়ে গেছে অনেক মিল চাতাল। এদিকে চুক্তি না করায় এই ৬০টি চালকলকে কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করেছে জেলা খাদ্য বিভাগ।
জয়পুরহাট সদরের হিচমী বাজারের চাতাল মালিক খোকন হোসেন বলেন, মিলের লাইসেন্স থাকলে কি, আর না থাকলেই কি। বর্তমান যে চালের দাম প্রতিকেজি সাড়ে ৩ টাকা পর্যন্ত লোকশান হচ্ছে। প্রতি বছর যদি লাখ লাখ টাকা লোকসান হয় তাহলে ব্যবসা চালাবো কিভাবে? বর্তমান আমার চাতাল বন্ধ রয়েছে। সরকার যদি আমাদের উপর সুু-দৃষ্টি দেয় তাহলে ভাল হয়। একই এলাকার চাতাল মালিক আলী হোসেন বলেন, সরকারের মূল্যের চেয়ে বাজারে ধান-চালের দাম বেশি। সেক্ষেত্রে উৎপাদন করে আমাদের কেজি প্রতি ২ থেকে ৩টা লোকশান হচ্ছে। তারপরও লাইসেন্স রক্ষা করার জন্য গুদামে চাল দিয়েছি। সামনে যেন আমাদের লোকসান না হয়, এজন্য সরকারকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। ক্ষেতলাল উপজেলার নিশ্চিতা এলাকার ফিরোজ বলেন, প্রতিবছর সরকারি গুদামে চাল দেই। কিন্তু এ বছর মূলত ধানের দাম বেশি হওয়ার কারণে চাল এখনও সব দিতে পারিনি। যেহেতু ব্যবসা করতেই হবে তাই লোকসান হোক, আর লাভ হোক চাল দিতেই হবে।
এ ব্যাপারে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আনোয়ারুল হক আনু বলেন, বাজারে চালের মূল্য যেটি বৃদ্ধি পেয়েছে সেটি স্বাভাবিক। কারণ উৎপাদন খরচ আমলে নিতে হবে। তারপরও কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। কৃষকরা বাজারে ঠিকমতো ধান-চালের সরবরাহ যদি না দেয় তাহলে ধানের বাজার বাড়বে। আর ধানের বাজার বাড়লে চালের দামও বাড়বে।
জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন বলেন, চলতি আমন সংগ্রহ মৌসুমে জয়পুরহাট জেলায় ১০ হাজার ৪৯২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু চালকল মালিকরা চুক্তি করেছেন ৯ হাজার ৫৯৯ মেট্রিক টন চাল দিবেন। এরপর অচুক্তি মালিকদের কাছ থেকে আরও ৮৯২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। এছাড়া খাদ্য অধিদপ্তরের অন্য বরাদ্দ থেকে আরও প্রায় ৭ হাজার মেট্রিক চাল সংগ্রহ করা হবে। সব মিলিয়ে জেলায় এবার মোট লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৩০৭ মেট্রিক টন। ইতিমধ্যে ১৪ হাজার ৩০৭ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এর সময় রয়েছে। এরপরে হয়তো আবারও কিছু সময় বাড়ানো হবে। তিনি আরও বলেন, ৬০ টি চালকল চুক্তি না করায় তারা কালো তালিকাভুক্ত হয়েছেন। আর কালো তালিকাভুক্ত হওয়া মানেই লাইসেন্স বাতিল হওয়া। আর লাইসেন্স বাতিল হলে সেই মিলের সকল কার্যক্রম স্থগিত থাকবে।
Rp / Rp
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা ১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থীর পথসভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা