ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট পৌর শহরে সুপেয় পানির তীব্র সংকট, অসহায় পৌরবাসি


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ৩:১৮

বাগেরহাট পৌর শহরে সুপেয় পানির তীব্র সংকটে,অসহায় পৌরবাসি। শহরটির পৌরকর্তৃপক্ষ থেকে প্রয়োজনের তুলনায় অনেক কম পানি সরবরাহ করার পাশাপাশি ওই পানি রান্না ও খাওয়ার অনুপযগি হওয়ায় চরম দুর্ভোগে ভুগছেন প্রায় দুই লাখ বাসিন্দা। পাশি সংকট ও ব্যাবহার অনুপযোগি হওয়া পানি সরবরাহের কারনে অধিকাংশ মানুষকে এখন খাওয়া ও রান্নার জন্য জারভর্তি পানি কিনতে হচ্ছে। এ অবস্থায় সুপেয় পানি সংকট দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন বাগেরহাট শহরের বাসিন্দারা।  
বাগেরহাট পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার চাহিদা অনুযায়ী প্রতিদিন ৮ লাখ গ্যালন পানি প্রয়োজন হলেও সরবরাহ করা হয় মাত্র ৫ লাখ গ্যালনের কিছু বেশি। এতে ঘাটতি থাকে প্রায় ৩ লাখ গ্যালন। শুষ্ক মৌসুমে চাহিদা বাড়ার পাশিাপাশি পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারনে পানি সরবরাহে তীব্র সংকট দেখা দেয়। এজন্য পানি সরবরাহ তিন ভাগের এক ভাগে নেমে আসে। পাশাপাশি পানি সরবরাহ পাইপ লাইন পুরাতন থাকায় অধিকাংশ স্থানে লিকেজ হয়ে ড্রেনের সাথে একাকার হয়ে পানিতে দুর্গন্ধ লেগেই থাকে। জেলার সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েড়া থেকে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করে পানি আসে পৌরসভার দশানী ও বাসাবাটি পদ্মপুকুর এলাকার দুটি ওভারহেড পানির ট্যাঙ্কে। এখান থেকেই পানি সরবরাহ করা হয় পৌর এলাকায়। 
বর্তমানে পৌরসভায় পানির গ্রাহক রয়েছেন ৬ হাজার ৫৫০ জন। এর মধ্যে ১৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে পানি সরবরাহ করা হয়। তবে সময়মতো বিল পরিশোধ না করায় ১ হাজার ২৫৪ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  
বাগেরহাট শহরে এমন পরিস্থিতিতে পৌরসভার বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধাননহ পর্যাপ্ত পানি সরবরাহ করে পানির গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ, ট্যাঙ্কি নিয়মিত পরিষ্কারের দাবি জানিয়েছেন শহরের বাসিন্দারা।  
বাগেরহাট শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাড়ী নিমার্ণের পর পানি লাইনের সংযোগ নেয়া থেকে বছরের পর বছর কখনও ঠিকমতো পানি পাইনি। সপ্তাহে দুই থেকে তিনদিন পানি সরবরাহ বন্ধ থাকে। এছাড়া পানিতে তীব্র দুর্গন্ধ দেখা দেয়। সেকানে খারবার ও রান্নার জন্য পানি কিনে খেতে হয়। 
৭ নং ওয়ার্ডের বাসিন্দা মনিরুল হক মণি বলেন, ‘পৌরসভার পানি ঠিকমতো পাওয়া যায় না। পানিতে গন্ধ থাকায় তা ব্যবহারে উপযুক্ত নয়। আমরা বাইরে থেকে পানি কিনে খাই। পৌরসভার পানি শুধু বাথরুমের কাজে ব্যবহার করা হয়।’  আবেদ আলী নামে একজন বাসিন্দা বলেন, ‘পানি সংযোগ নেয়ার পর থেকে কখনোই ঠিকমতো পানি পাইনি। বিল দিতে অপারগতা প্রকাশ করায় পৌর কর্তৃপক্ষ আমার সংযোগ বিচ্ছিন্ন করেছে। খাবার পানি বাইরে থেকে কিনে খেতে হয়। শুধু শুধু বিল দিতে যাব কেন? পানিতে দুর্গন্ধ থাকায় তা খাওয়ার উপযুক্ত নয়।’  এমন অভিযোগ পৌরসভার বাসিন্দদের।
বাগেরহাট পৌরভার সহকারি প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী জানান, বাগেরহাট পৌরসভার পানি সমস্যা সমাধানের জন্য ৪০ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ-বাগেরহাট পৌরসভার পানি সরবরাহ ও পরিবেশগত স্যানিটেশন উন্নয়ন নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হলেও শহরের পচাঁদীঘি থেকে এখনো পানি সরবরাহ শুরু করা যায়নি। বাগেরহাট জেলা প্রশাসন থেকে পঁচাদিঘীটি আমাদের না দেয়ায় প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরেও পঁচাদিঘী থেকে আমরা পানি উত্তোলন করতে পারছি না। সরবরাহকৃত পানির দুর্গন্ধ বলেন, তবে সাপ্লাই লাইনের পাইপ অনেক পুরাতন হয়ে যাওয়ায় পানিতে দুর্গন্ধ হতে পারে। গত বছর একবার পানির ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল। প্রতিবার ট্যাঙ্কি পরিষ্কার করতে পৌর কর্তৃপক্ষের দুই থেকে তিন লাখ টাকা ব্যয় হয়। বিভিন্ন সময়ে অর্থ বরাদ্দ না থাকায় নিয়মিত ট্যাঙ্কি পরিষ্কার করা হয় না।

Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী