ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা!

জয়পুরহাটে খোলা জায়গায় নষ্ট হচ্ছে মামলার আলামত


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১:৪

জয়পুরহাটে খোলা আকাশের নিচে পড়ে আছে জব্দ হওয়া বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আলামত। অযত্ন-অবহেলায় আলামতগুলোর বেশির ভাগই নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় আদালত চেয়ে পাঠালে তা পাওয়া যায় না। এতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় তিন দশক ধরে জেলা প্রশাসন ভবনের পাশে এবং ট্রেজারি অফিসের সামনে মালখানা হিসেবে কয়েকটি রুমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা জজ আদালতের বিভিন্ন মামলার আলামত সংরক্ষণ করা হয়। কিন্তু মালখানার রুমে জায়গা সংকটের কারণে বর্তমানে অতিরিক্ত মালপত্র বারান্দা ও খোলা আকাশের নিচে যত্রতত্র ছিটিয়ে রাখা হয়েছে। জয়পুরহাট দেশের সীমান্তবর্তী জেলা হওয়ায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী মাদক সহ নানা অপরাধের ঘটনায় বিভিন্ন মালপত্র জব্দ করে। পাশাপাশি কাগজপত্রবিহীন আটক করা বিভিন্ন যানবাহনের সংখ্যাও কম নয়। মোটরসাইকেল থেকে শুরু করে এখানে রয়েছে প্রাইভেটকার, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, সাইকেল, চোলাই মদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ জব্দ করা বিভিন্ন মালপত্র। ধুলার আস্তরণের কারণে বোঝার উপায় নেই কোনটা সচল আর কোনটা অচল।
বছরের পর বছর অযত্ন-অবহেলায় বেশ কিছু যানবাহনের কাঠামো বা চেসিস ছাড়া অবশিষ্ট কিছুই নেই। অন্য আলামতগুলোর একই অবস্থা। কয়েক বছর আগে জেলা জজ আদালতের সামনে চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন নির্মাণ হয়েছে। কিন্তু অরক্ষিত আলামতগুলো সংরক্ষণের জন্য স্থানান্তর করা হয়নি। সচেতন মহলের দাবি, ন্যায় বিচারের স্বার্থে এগুলো চিফ ম্যাজিস্ট্রেট আদালতের কোনো রুমে স্থানান্তর করা দরকার। 
স্থানীয় বাসিন্দা আবদুস সালাম সরদার বলেন, 'মামলার আলামতগুলো বিচারের স্বার্থে এখানে রাখা হয়েছে। কিন্তু বছরের পর বছর রোদ-বৃষ্টি ও ঝড়ে তা নষ্ট হয়ে যাচ্ছে, যা আগামীতে মামলার জন্য অসুবিধা হতে পারে। এগুলো নিরাপদ স্থানে সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতকে অনুরোধ করব।' 
জয়পুরহাট ট্রেজারি শাখার প্রধান সহকারী এস,এম মোরশেদ বলেন, 'আমাদের অফিসের সামনে দীর্ঘদিন ধরে রিকশা, ভ্যান ও অন্য যানবাহন সহ বিভিন্ন মালপত্র জমা হয়ে আছে। এ কারণে এখানে সাপ ও পোকা মাকড়ের বসতি গড়ার সুযোগ তৈরি হয়েছে। কোর্টের মালখানা না থাকায় আলামতগুলো এখানে রাখা হয়েছে। আমাদের ভবনটি কোর্টের মালখানা হিসেবে ব্যবহার করা হচ্ছে। আলামতগুলো অন্যত্র স্থানান্তর হলে এখানকার পরিবেশ ভালো হতো। আমরা এখানে ফুলের বাগান করতে পারতাম।
'জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহনুর রহমান শাহীন বলেন, 'একটি মামলার জন্য আলামত অনেক গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার পেতে গেলে অবশ্যই আলামত আদালতে উপস্থাপন করতে হবে। সেখানে এগুলো অরক্ষিত ভাবে রয়েছে। আমরা অনেক সময় আলামত চেয়ে পাঠালে পাওয়া যায় না, তারা বলেন খুঁজে পাচ্ছেন না। যার কারণে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অনেক রুম ফাঁকা আছে। জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে আলামতগুলো যেখানে সুন্দও ভাবে সংরক্ষণ করা যেতে পারে। তাহলে আলামতগুলো সঠিক ভাবে আদালতে উপস্থান করা যাবে। এতে বিচার প্রার্থীদের সুবিধা হবে ও ন্যায়বিচার পাবেন।'
এ ব্যাপারে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, 'মালখানা ও খোলা আকাশের নিচের মালপত্রগুলোর বিধি সম্মত ব্যবস্থার জন্য জেলা জজের সঙ্গে কথা হয়েছে। তিনি এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

Rp / Rp

লালমনিরহাট-৩ ‘লালমনিরহাটে সুজনের আয়োজনে এক মঞ্চে মুখোমুখি ৬ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা ১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থীর পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ  ৩জন আটক

বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা