ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৫ রাত ১১:২৭

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মৎস্য রপ্তানির হার এবং গুণগত মান বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাছ অবতরণ পরবর্তী পর্যায়ে সুষ্ঠু সংরক্ষণ, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের ঘাটতির কারণে আহরণোত্তর অপচয় ২০ থেকে ২৫ শতাংশে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে কক্সবাজারে একটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ। 

 

আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কক্সবাজারে অবস্হিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) " ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ" এর উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, "Improvement of Fish Landing Center of BFDC in Cox's Bazar District' প্রকল্পের নির্মাণ কাজের শুভ সূচনা কেবল একটি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর নয়-এটি একটি বৃহৎ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতীক। এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় বাংলাদেশের মানুষ, বিশেষ করে মাছধরার সঙ্গে যুক্ত লাখো পরিবার ও জেলে সমাজের জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে।

 

উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল-বিশেষত বঙ্গোপসাগর এক বিশাল সম্ভাবনার আধার। একচেটিয়া অর্থনৈতিক এলাকা (EEZ) হিসেবে ১ লক্ষ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার জলসীমা আমাদের হাতে থাকলেও এই বিশাল সম্পদ আহরণের সক্ষমতা এখনো সীমিত। এই অঞ্চলে রয়েছে ৪৭৫টিরও বেশি প্রজাতির সামুদ্রিক মাছ, ৩৬টির অধিক চিংড়ি প্রজাতি, উচ্চমানের শৈবাল, ওষুধ উপযোগী প্রাণী ও উপাদান এবং সম্ভাব্য গ্যাস ও খনিজ সম্পদ-যেগুলো বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। 

 

মৎস্য উপদেষ্টা বলেন, আমাদের সমুদ্র আমাদের ভবিষ্যৎ। আমরা যদি সঠিক পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক নীতি ও আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে যাই-তবে সামুদ্রিক মৎস্য সম্পদই হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারীখাত। আজকের এই উদ্বোধনের মাধ্যমে সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

 

তিনি বলেন, এই কেন্দ্রের মাধ্যমে আধুনিক জেটি, পন্টুন, বরফ উৎপাদন ও সংরক্ষণাগার, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও হাইজেনিক মাছ হ্যান্ডলিং সিস্টেম চালু করা হবে। এতে মাছের মান ও সতেজতা বজায় থাকবে, অপচয় হ্রাস পাবে এবং বাজারে ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত হবে। ফলে জেলেদের শুধু আয়ই বাড়বে না-স্থানীয় পর্যায়ে নতুন নতুন কর্মসংস্হানের সুযোগ তৈরি হবে; যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও।

 

জাইকা ও জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দীর্ঘদিন ধরে আপনারা সহযোগিতা করে আসছেন-বিশেষত স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো ও কৃষি খাতে। মৎস্য খাতেও আপনাদের অবদান সত্যিই প্রশংসনীয়। তিনি প্রত্যাশা করেন, জাইকা ভবিষ্যতেও পরিবেশবান্ধব প্রযুক্তি, উপকূলীয় উন্নয়ন ও সুনীল অর্থনীতি সংশ্লিষ্ট প্রকল্পে এ ধরনের কার্যকর অংশীদারিত্ব অব্যাহত রাখবে।

 

এতে আরো বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) তোফাজ্জেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাঈদা শিনইচি (Mr. Saida Shinchi), জাইকা (JICA) বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তমোহিদে (Mr. Ichiguchi Tomohide), জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি এর পক্ষে ইয়াশিন আগা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অনুরাধা ভদ্র, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ। এতে স্বাগত বক্তৃতা করেন বিএফডিসির চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএফডিসির কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ, মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

Masum / Masum

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি জরুরি : শারমীন এস মুরশিদ

জাপানি ভাষা জানা ১ লাখ কর্মী নিবে জাপান -- অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার

২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে তুলনামূলক সার্বিক চিত্র দেওয়া হলো

কাঠামোগত দুর্নীতি বাংলাদেশকে পিছিয়ে রেখেছে - উপদেষ্টা শারমীন এস মুরশিদ

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে - স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে - খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান

জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য - পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পার্টনারস ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট এর নতুন সভাপতি তিউনিসিয়া ও নতুন নির্বাহী পরিচালক নাইজেরিয়ার ড. জোসেফ

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এর মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক প্রকাশ