ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্বাধীনতা দিবস ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২৫ রাত ৯:৩১

আজ ১৯ এপ্রিল (শনিবার) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রাজধানীর পল্টনে অবস্থিত শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে 'টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা-২০২৫' এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

এ সময় উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে সংস্কার কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করতে কাজ করছে। শুধু মানুষের পরিবর্তন নয় ক্রীড়াক্ষেত্রে আরো বেশি ক্রীড়াসুলভ এবং ক্রীড়াক্ষেত্রেকে উন্নতির দিকে নিয়ে যাবে এমন পলিসি নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, শুধুমাত্র বড় বড় ফেডারেশন গুলোর দিকেই সকলের নজর থাকে কিন্তু অন্যান্য স্পোর্টস গুলোর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্পোর্টসকে প্রমোট করা সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে অন্যান্য ফেডারেশনগুলোর জন্য বাজেট বৃদ্ধিসহ ইনফ্রাস্ট্রাকচার ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এ সরকার কাজ করছে। 

উপদেষ্টা আরো বলেন, খেলাধুলা কে এখন শুধু বিনোদনের মাধ্যম হিসেবে বিশ্বে দেখা হয় না এটাকে এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সুযোগ হিসেবেও বিবেচনা করা হয়। আপনারা জানেন ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে শুধুমাত্র খেলোয়ারদের দক্ষতা বৃদ্ধি নয় এটি বিকল্প এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ রয়েছে। এছাড়া আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে ক্রীড়া সেক্টরকে ডিসেন্ট্রালাইজ করা সম্ভব হবে। প্রতিটি স্পোর্টস হাবকে কেন্দ্র করে স্পোর্টস ইকো-সিস্টেম গড়ে উঠবে। সেখানে খেলোয়াররা শুধু ইনফাস্ট্রাকচারাল সুবিধা পাবে না তার পাশাপাশি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ থাকবে।

এবারের আসরে দেশের শীর্ষস্থানীয় আটটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো হলো—বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), তিতাস ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল ও বিকেএসপি।

Rp / Rp

বিজয় দিবসের প্রাক্কালে এনসিটিবি’র মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন

বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অবিলম্বে "অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২' চালু করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের

তিন উপদেষ্টা দায়িত্ব পেলেন তিন মন্ত্রণালয়ের

কোরিয়ার সহায়তায় নদীর পানি মান যাচাইয়ে স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার

বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা

বাঙালি জাতীয়তাবাদের উত্থানপর্বের বুদ্ধিজীবী, বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১৩ তম মৃত্যুবার্ষিকী

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা 

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন

অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা