জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের ২০ হাজার মুল্যবান বই নষ্টের পথে

উদাসীনতায় এখন সম্পুর্ন নষ্টের মুখে জয়পুরহাট লাইব্রেরীর ২০ হাজার মুল্যবান বই। লাইব্রেরীর ভবনটি ঝুঁকিপূর্ন হওয়ায় লাইব্রেরীতে রক্ষিত বইগুলো সরানোর কোন উদ্যোগ গ্রহণ না করেই গত জানুয়ারি মাসে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে তালা লাগান কর্তৃপক্ষ। কিন্তু লাইব্রেরীর সদস্য ও বই প্রেমী বলছে রক্ষিত বইগুলো এই ভবন থেকে দ্রুত না সরালে পর্যাপ্ত আলো-বাতাস এর অভাবে ও পোকা-মাকড়ের আক্রমনে মূল্যবান বইগুলো অচিরেই নষ্ট হবে। তাই জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের পাঠকদের দাবি, দ্রুত ভবনটি সংস্কার করে ফিরিয়ে আনা হোক এর ঐতিহ্য।
জানা যায়, মেধা বিকাশের লক্ষ্যে স্বল্প সংখ্যক বই নিয়ে সম্পুর্ন বেসরকারী উদ্যোগে জেলা পরিষদের জায়গায় বিগত ১৯৪৭ সালে যাত্রা শুরু করে জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাব। শুরু থেকে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাধারন মানুষ সহ এর পাঠক সংখ্যা ছিল ব্যাপক। কিন্তু লাইব্রেরী ভবনটি পুরাতন হওয়ায় ও দীর্ঘদিন সংস্কার না করায় এখন ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ভবনের ভিতরে রক্ষিত প্রায় ২০ হাজার বই দ্রুত স্থানান্তর করা না হলে বইগুলো নষ্ট হবে। আর গত ১২ বছর ধরে লাইব্রেরী ও ক্লাবের নিয়ন্ত্রণ এক আওয়ামীলীগ নেতার হাতে কুক্ষিগত থাকায় ও নির্বাচন না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্লাবের সকল কার্যক্রম। তাই দ্রুত নির্বাচন সহ বইগুলোর সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন এখানকার সদস্য ও পাঠকরা। নিয়মিত বেশ কয়েকজন পাঠকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত সরকারের সময় নিয়মিত ক্লাব না খোলা এবং সঠিক পরিচর্যা না করায় ভবনটির এমন অবস্থা হয়েছে।
জয়পুরহাট সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোরশেদা জানান, পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি কিন্তু বাঁকি পদগুলো নির্বাচন হয়, বর্তমান সেক্রেটারিকে নির্বাচনের ব্যাপারে বার বার বললেও কোন কর্ণপাত করেননি। বইগুলো সড়ানোর ব্যাপারেও অসহায়ত্বের কথা জানান এ কর্তৃপক্ষ।
জয়পুরহাট জেলা প্রশাসক ও লাইব্রেরী এন্ড ক্লাবের সভাপতি আফরোজা আক্তার চৌধুরী বলেন, গত ১২ বছর থেকে কোন নথিপত্র ঠিক নেই, কাগজপত্র গোছানো হচ্ছে, দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Rp / Rp

দেলদুয়ার নাগরপুর বিএনপি মনোনয়ন প্রত্যাশী জুয়েল সরকারের সঙ্গে মতবিনিময় সভা

জয়পুরহাটে বছর না ঘুরতেই সেতুতে ফাটল!

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

মহাদপুরে মজুদ বিরোধী অভিযানে ৭ টি চাউল কলে ৬ লক্ষাধিক টাকা জরিমানা

রাজশাহীতে ইউনিয়ন পরিষদেই মিলছে ‘কম্পিউটার প্রশিক্ষণ

‘ভূ-উপরিস্থিত পানি শোধানাগার নির্মাণ প্রকল্প’ দৈনিক ২০ কোটি লিটার পরিশোধিত পানি পাবে নগরবাসী

রাজবাড়ীতে মাদক - সন্ত্রাসের ভয়াল ছোবল; ঢাকায় যুবকের প্রতিবাদী অবস্থান

গারো পাহাড় সীমান্তে অজগর উদ্ধার : বনে অবমুক্ত করলো বন বিভাগ

বাগেরহাটে যাত্রাপুর হাটের সরকারি জমিতে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধ

সাটুরিয়ায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রেলওয়ে স্টেশনের ইঞ্জিন নয় কড়াই গাছের কোটরের আগুন দেখতে উপচে পরা মানুষের ভীড়

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জের ধরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
