বাগেরহাটে বিএনপি নেতা মালেকের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বাগেরহাটে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেককে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। সৈয়দ নাসির আহমেদ মালেককে আওয়ামী লীগের দোসর দাবি করে বিভিন্ন সেøাগান দিতে শোনা যায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে উপস্থিত মানববন্ধন কারীদের। সৈয়দ নাসির আহমেদ মালেক বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার হাবিবুর রহমান সিদ্দিকী, সদস্যসচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিদুল ইসলাম, বিএনপি নেতা কাজী শাকিল তারিক, আলম মোল্লা, মোস্তফা শেখ, শেখ ফিরোজ হোসেন, হৃদয় ফকির, শেখ আনসার আলী, শেখ মহাসিন আলী, শেখ রবিউল ইসলাম, চাকলাদার নজরুল ইসলাম, ফকির আরিফুল ইসলাম, সাবেক ইউপিসদস্য এ্যমিলি বেগম, আম্বিয়া খাতুন, আল মামুন টিপু, শেখ জিয়াদ আলী খোকনসহ সদর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সৈয়দ নাসির আহমেদ মালেক একজন আওয়ামীলীগের দোসর। সে বিগত সময়ে আওয়ামীলীগের সাথে আতাত করে বিভিন্ন অপর্কম করেছে। ২০২৪ এর নির্বাচনে সে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়ের পক্ষে ভোটও চেয়েছেন। ৫ আগষ্ট এর পর সে বিভিন্ন অফিসে সদর উপজেলা বিএনপির সভাপতি পরিচয়ে প্রভাব বিস্তার করছেন। বিভিন্ন হাট-বাজার থেকে চাঁদা তুলে দলীয় ভাবমূর্তি নষ্ট করেছেন। ঘের ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখলও করেছেন তিনি।
এছাড়া তিনি আওয়ামী লীগের অনেক বড় নেতাদের নিকট আত্মীয় হওয়ায় ওই আমলেও অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। মানুষের উপর অত্যাচার করেছেন। আর ৫ আগস্টের পরে এমন কোন অন্যায় নেই যা তিনি করেন নাই। তার অন্যায় কর্মকান্ড দলের ভামমূর্তি ক্ষুন্ন করেছে। আমরা বিএনপি থেকে তার বহিষ্কার চাই। বক্তারা আরও বলেন, সে এখন নিজেদের দলীয় লোকজনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। সে নির্যাতিত বিএনপি নেতা সাবেক জেলা যুবদলের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান ফকির তরিকুল ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একই দাবিতে দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে খানজাহাণ আলী মাজার ইজিবাইক সমিতির সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খানজাহাণ আলী মাজার ইজিবাইক সমিতির সভাপতি শেখ তারিক। তারা বলেন, সৈয়দ নাসির আহমেদ মালেক আওয়ামী লীগের দোসর। সে জাসদ আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সব দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করছে। সে নিজে একজন সন্ত্রাসী অস্ত্রবাজ চাঁদাবাজ ও দখলবাজ। সে কোন লোকের ভালো দেখতে পারেনা তার চোখে সবাই দোষী। ইতিমধ্যে সে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের নামে চাঁদাবাজির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছে। আমরা তার কৃতকর্মের জন্য বিচার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানাই। এ সময় আরো উপস্থিত ছিলেন খানজাহান আলী মাজার ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক ইসমত সাঈদ হৃদয়, বিএনপি নেতা শেখ দেলোয়ার হোসেন, শেখ আতিয়ার রহমান, শেখ মনিরুল ইসলাম প্রমূখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, রাজনীতি করলে শত্রু-মিত্র থাকবে। কয়েকদিন আগে আমি একটা মানববন্ধন করেছিলাম। সেখানে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা ফকির তরিকুল ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম। তার ফলশ্রুরুতিতে তারা আজকে এই মানববন্ধন করেছে। এছাড়া সামনে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সম্মেলন রয়েছে। সে কারণেও আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হত পারে।
Rp / Rp

লালমনিরহাটের আলোচিত রায়ফুল হত্যা মামলার প্রধান আসামী রাজধানীতে আটক

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মত হরতাল শুরু

অবশেষে মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনকারী কনক মুহুরী জেল হাজতে

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল
