ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপিতে আওয়ামীলীগ কর্মীদের অনুপ্রবেশ এর প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১২-৫-২০২৫ রাত ৯:৫৪

বিএনপিতে আওয়ামীলীগ কর্মীদের যোগদানের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শৈলকুপা চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে ইউনিয়নের কয়েকশত মানুষ ফেস্টুন প্লাকার্ড ও ব্যানার হাতে অংশ গ্রহণ করেন। তারা বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ দেশবাসীর উদ্দেশ্যে বলেন , ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কোনো আওয়ামী লীগকে বিএনপিতে যোগদান করানো যাবে না। শৈলকুপা বিএনপির অভিভাবক অ্যাডভোকেট আসাদুজ্জামান একই নির্দেশনা বার বার দিয়ে যাচ্ছেন।

অথচ তাকে পাশ কাটিয়ে কতিপয় বিএনপি নেতা অর্থের বিনিময়ে আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের দলে ভেড়াচ্ছে। লিখিত বক্তব্যে তারা শৈলকুপার মনোহরপুর ইউনিয়ের দামুকদিয়া গ্রামের বকুল মোল্লা নামের এক আওয়ামী ক্যাডারের বিএনপিতে যোগদানের প্রতিবাদ জানান।

তারা উল্লেখ করেন ১৯৯৪-৯৫ সালে আওয়ামীলীগের তত্বাবধায়ক সরকারের দাবী আদায়ের আন্দোলনের নামে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও থানা বিএনপির বর্তমান সভাপতি আবুল হোসেন বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং লুটপাট করে এই বকুল মোল্লা।

সে ১৯৯৮ সালে ৯ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়, বর্তমান থানা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন বিশ্বাস তৎকালীন থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ইউনিয়ন নির্বাচন করার অপরাধে তাকে দামুকদিয়া গ্রাম থেকে হত্যার উদ্দেশ্যে গুলি করে এবং ছুরিকাঘাত করে এই আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী বকুল মোল্লা।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর পুনরায় বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, চাদাবাজী, বাড়িছাড়া করাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে সে।

তার মত একজন চিহ্নিত ক্যাডার ও আওয়ামীলীগের সন্ত্রাসী গত ৯ মে ২০২৫ তারিখে রাতের অন্ধকারে কিভাবে বিএনপিতে যোগদান করেছে। কারা তাকে কত টাকার বিনিময়ে বিএনপিতে যোগদান করালো। আমরা ইউনিয়নবাসী সেটা জানতে চাই।

যে সন্ত্রাসী নিজ হাতে উকিল মৃধা নামক এক ব্যক্তিকে হত্যা করেছিলো। মামলার বাদিকে বিভিন্নভাবে হয়রানি করে ভয়-ভীতি দেখিয়ে বাড়িছাড়া করেছে। তার মত লোক যদি বিএনপিতে যোগদান করে তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হওয়াটাই স্বাভাবিক।

অনুপ্রবেশকারীদের অত্যাচারে উপজেলাব্যাপী প্রকৃত বিএনপি নেতা কর্মীদের উপর জুলুম এবং নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে। এটা দলীয় নির্দেশনা অবমাননা বলে মনে করি। এরই প্রতিবাদে ৯ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আওয়ামী সন্ত্রাসী, হত্যা মামলার আসামী, মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের আওয়ামীলীগ নেতা বকুল মোল্লাকে গ্রেফতার ও আশ্রয় দাতাদের বিচারের দাবী জানান বক্তারা।

বক্তব্য রাখেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাউসার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, শের আলী মেম্বার, আব্দুল কাদের, হুমায়ন মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাইল হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মাজেনুর রহমান পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম জিল্লু, উপজেলা যুবদলের সদস্য মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক আয়ুব হোসেন, সদস্য সচিব আবু হাশেম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, সহ-সভাপতি সবুজ হোসেনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Masum / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী