এনবিআর পৃথকের আগে কর্মকর্তাদের দাবি যতটা সম্ভব অন্তর্ভুক্ত করবো -- অর্থ উপদেষ্টা
এনবিআর পৃথকের আগে কর্মকর্তাদের দাবি যতটা সম্ভব অন্তর্ভুক্ত করবো এবং
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে নতুন গেজেট দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, "আমরা ২ জুন বাজেট দেব, এরপর এটা নিয়ে কাজ হবে।"
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরকে পৃথক বিভাগ হিসেবে গঠন করতে হলে কিছু ধাপ ও কাজ রয়েছে। আমরা দেখবো তাদের দাবিগুলো কতটা নেওয়া যায়। বাস্তবতা, দেশের স্বার্থ ও ব্যবসার প্রয়োজন বিবেচনায় যেটা অনুমোদন করেছি, সেটা থাকবে। তবে তাদের দাবিগুলো বিধিমালা বা অন্য কোনো উপায়ে বাস্তবায়নের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, " তাদের (আন্দোলনকারী) সঙ্গে আর ফরমালি কোনো আলোচনা হবে না। উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি এগিয়ে নেবে।"
আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।
এনবিআরের কর্মকর্তারা আজকের বৈঠকে সন্তুষ্ট কিনা? আন্দোলন থেকে সরে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বলেছি আন্দোলন থেকে সরে আসেন। তারা কি বলেছে সেটায় আমার যায়-আসেনা।
এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন এনিয়ে কিছু কাজ করবে মন্ত্রণালয়।
বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন সংস্থাটির কর্মকর্তারা।
তারা বলছেন, কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ অভিযোগে এনবিআরের কর্মকর্তারা কলমবিরতিও করে আসছেন।
Masum / Masum
টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা
বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন
অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি
চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন
'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা
কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ
হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে খায়রুল আলম রফিক
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা