ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পিছিয়ে পড়া নারী ও শিশুর অধিকার নিশ্চিত করণে নির্দেশনা প্রদান করেন - উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৬-২০২৫ বিকাল ৭:১৭

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জুম প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সকল বিভাগ এবং জেলা সমূহের উপ-পরিচালকসহ ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাগণের সাথে তৃণমূল পর্যায়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পিছিয়ে পড়া নারী ও শিশুর অধিকার নিশ্চিত করণ ইত্যাদি বিষয়ে বিশেষ সভায় দিকনির্দেশনা প্রদান জুম প্লাটফর্মে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন সভাপতিত্বে করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সমাজে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে যে সকল ভাতা দেওয়া হয় তা প্রকৃত কষ্টার্জিত নির্ভৃল মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।
কষ্টে পড়ে থাকা অসহায় মানুষের প্রতি ভালোবাসা অর্জন করে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাকে ত্রুটি সংশোধন করে আমরা একটি প্রগতির জায়গায় পৌঁছাবো এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সারাদেশে আমরা সমাজে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে আমার দুই মন্ত্রণালয়ের মাধ্যমে ক্যাম্পেইন শুরু করবো। ক্যাম্পেইন শুরু হলে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়নের ৯ টি ওয়ার্ড মিলে প্রায় ৩০ লক্ষ মানুষের কাছে আমাদের স্লোগান পৌঁছাতে পারবো। এ প্রোগ্রাম একটি চলমান প্রোগ্রাম হিসেবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Rp / Rp

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি জরুরি : শারমীন এস মুরশিদ

জাপানি ভাষা জানা ১ লাখ কর্মী নিবে জাপান -- অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার

২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে তুলনামূলক সার্বিক চিত্র দেওয়া হলো

কাঠামোগত দুর্নীতি বাংলাদেশকে পিছিয়ে রেখেছে - উপদেষ্টা শারমীন এস মুরশিদ

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে - স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে - খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান

জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য - পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পার্টনারস ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট এর নতুন সভাপতি তিউনিসিয়া ও নতুন নির্বাহী পরিচালক নাইজেরিয়ার ড. জোসেফ

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা

লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এর মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক প্রকাশ