শিক্ষা উপদেষ্টার সাথে উর্দুভাষীদের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ
আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে উর্দুভাষীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টাকে উর্দুভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন জানান। আলোচনায় তারা বলেছেন, অত্যন্ত সুচারুভাবে নির্ভীক এবং সাহসের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের একটি সম্মানজনক স্থান করে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা। যা পরবর্তী প্রতিটি সরকারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
প্রতিনিধি দল উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। তারা বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এ জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত করতে বিভিন্ন ফ্রন্টে অগ্রণী ভূমিকা পালন করেছেন ড. সি আর আবরার যা উর্দুভাষী জনগোষ্ঠী সবসময়ই শ্রদ্ধা চিত্তে স্মরণ করে ।
উর্দুভাষী জনগোষ্ঠীর ৫৪ বছর ধরে ক্যাম্পগুলোতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে আসছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আন্তর্জাতিক কমিটি ফর রেড ক্রসের সাথে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি চুক্তির মাধ্যমে এ জনগোষ্ঠীর ক্যাম্পে বসবাস এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়। যা পরবর্তী প্রতিটি সরকার কর্তৃক অব্যাহত রয়েছে। কিন্তু কোন কোন সরকারের আমলে ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছিল। প্রশাসনিক/নির্বাহী আদেশে এবং তৎপরবর্তী আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগসমূহ কার্যকর করতে পারেনি ।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বর্তমান প্রশাসনযন্ত্র ক্যাম্প উচ্ছেদ এবং বিদুৎ বিচ্ছিন্নের হুমকি দিচ্ছে। যার কারণে ক্যাম্পবাসী আতঙ্কিত। সাম্প্রতিক ঢাকার মিরপুরে একটি ক্যাম্প উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করলে ক্যাম্পবাসী আদালতে রিট আবেদন করলে আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। একইভাবে সারাদেশে ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য আদালতের একটি রায়ের দোহাই দিয়ে বিদ্যুৎ কোম্পানিসমূহ বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি এবং নানাভাবে হয়রানি করছে।
এমতাবস্থায় উপদেষ্টা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিষয়টি উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপনের জোর দাবি জানায় প্রতিনিধি দলটি।
ক্যাম্পবাসীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পূনর্বাসনের পূর্বে ক্যাম্পগুলো উচ্ছেদ না করতে এবং বিদুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে একটি প্রশাসনিক/নির্বাহী আদেশের জন্য আবেদন জানায় প্রতিনিধি দল।
শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের কথাগুলো ধৈর্য্য সহকারে শোনেন। তিনি অতীতের মতো জনগোষ্ঠীর সকল ন্যায়, ন্যায্য এবং যুক্তিযুক্ত দাবি পুরণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
Rp / Rp
টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা
বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন
অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি
চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন
'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা
কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ
হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে খায়রুল আলম রফিক
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা