ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

হাসপাতালের জন্য জরুরী বিভাগ খুবই গুরুত্বপূর্ন -- স্বাস্থ্য সচিব


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:১৯

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান বলেছেন, হাসপাতালের জন্য জরুরী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। এখানে রোগীরা যেমন দৌড়াদৌড়ি করে আসবে, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এটা স্বাস্থ্য বিভাগের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা এই সেবা নিশ্চিতের জন্য সবার আন্তরিক হওয়ার আহবান জানান।

শনিবার দুপুরে বাগেরহাট ২৫০শয্যা জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় কমিউনিটি‘র সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাগেরহাট সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নাই। সুযোগ পেলে খুব দ্রুত সময়ের মধ্যে এই বড় দুটি মেশিন বাগেরহাট সদর হাসপাতালে সরবরাহ করা হবে। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে যে আইসিইউ রয়েছে, এটি নতুন নয় এরা একবার সেবা দিয়েছে। চিকিৎসক ও নার্স পেলে আবারো আইসিইউ সেবা চালু করা হবে। এছাড়া হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে তা পূরণ করার জন্য আশ্বাস দেন এই কর্মকর্তা। 

খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, সাবেক সচিব ড. মোঃ মশিউর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ড. মো: ফরিদুল ইসলাম, ২৫০শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, সমাজ সেবক রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ।

অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম মো: মাহবুবুল আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, খাদেম নেয়ামুল নাসির আলাপসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বাগেরহাটের স্বাস্থ্য সেবার উন্নয়নে নানা পরিকল্পনার বিষয়ে জানান বক্তারা।

এর আগে হাসপাতাল পরিদর্শন ও নতুন অপারেশন কমপ্লেক্স উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। 

পরে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও জেলা শহরের বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন এই কর্মকর্তা।

Masum / Masum

কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোব ও মশাল মিছিল

বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় : নুরুদ্দিন অপু

মাদারীপুর ২ আসনে বিএনপি'র মনোনয়নের প্রতিবাদে রাজৈরে একাংশের বিক্ষোভ

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু