শাহজাদপুরে মহাসড়কে ক্লাস করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়কে ক্লাস করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২পর্যন্ত সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা বসে বিভিন্ন বিষয়ে ক্লাস করেন। ক্লাসে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাবেগর শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহন করেন। রাস্তাব বন্ধ করে ক্লাস করায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০১৬ সালে প্রতিষ্ঠা হয়। ২০১৮ সালে ভাড়া ভবনে একাডেমিক কার্যক্রম শুরু হয়। আবাসন, ক্লাস, হলরুম, খেলার মাঠ, পাঠাগার সংকটসহ ছাত্রীদের নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। সংকট সমাধানে স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য ৯ বছরে ৮ বার ডিপিপি জমা দেয়া হয়েছে। কিন্তু একবারও একনেকে আলোর মুখ দেখেনি। সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গতবছর সরকার ডিপিপি সংশোধনপুর্বক জমা দেয়ার নির্দেশনা দিলে সংশোধনপুর্বক মাত্র ৫শ’ ১৯ কোটি টাকার ডিপিপি অনুমোদনের জন্য জমা দেয়া হয়। প্রথম বৈঠকে নীতিগত অনুমোদন হলেও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিদর্শনের পর প্রতিবেদন জমা দেয়ার কথা জানান। এ প্রেক্ষিতে ১৬ জুন তিনি শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় গিয়ে ক্যাম্পাসের স্থান পরিদর্শন করেন এবং প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তিনি কী লিখেছেন তা বিশ্ববিদ্যালয়ের কেউ জানে না। কিন্তু পরিদর্শনের পর একাধিক একনেক সভা অনুষ্ঠিত হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পটি এজেন্ডাভুক্ত করা হয়নি। কেন বা কী কারণে এমনটি হচ্ছে, তার কোনো ব্যাখ্যাও সরকার জানায়নি। এটি কেবল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উপেক্ষা নয়, এটি বাংলাদেশের বিপ্লবী ছাত্রসমাজের স্বার্থের প্রতি অবজ্ঞা বলে মনে করছেন তারা। তাদের অভিযোগ করে বলেন, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন অন্যদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক টাকা বরাদ্দ না দেয়া দেশের শিক্ষাব্যবস্থায় চরম বৈষম্যের ইঙ্গিত। তারা জানান, ক্যাম্পাস নির্মানের দাবীতে আবারো ছাত্ররা আন্দোলনে নেমেছেন। ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কট ও কালো ব্যাজধারন করে আন্দোলন শুরু করেন। গত দুদিন যাবত সবাই রাস্তায় নেমে ক্লাস করছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। এবার ডিপিপি অনুমোদন ও পুর্ন বাস্তবায়ন না হলে কেউ রাজপথ থেকে সরে যাবে না। বুধবার বিকেলে সাংস্কৃতিক প্রতিবাদ ও উপদেষ্টাদের গায়েবী জানানা কর্মসুচী পালন করার ঘোষনা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা