ঢাকা রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

‘অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্যের ১ জনকে বরখাস্ত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ বিকাল ৫:১

গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতি বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে পৃথক সময়ে প্রজ্ঞাপন জারী করে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। যাদের বরখাস্ত করা হয়েছে- মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মোছাঃ রাহানুমা তাজনীন, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ:দা:), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা। কর্মস্হলে বিনা অনুমতিতে অনুপস্হিত থাকায় 'অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এর স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এসকল কর্মকর্তাদের চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে।

মনিরুজ্জামান মনি Toronto University-তে Civil Engineering Department এর Doctoral Program এ অংশগ্রহণ করে ০১/০৯/২০১৭ থেকে ৩১/০৮/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ ও ছুটির পর ০১/০৯/২০২৩ থেকে অনুমতিবিহিনভাবে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ এপ্রিল ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
আবদুল্লা আল মামুন Ph.D in Electrical Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ০১/০১/২০২১ থেকে ৩১/১২/২০২২ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণের পর ০১/০১/২০২৩ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ১৫ মে ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
মোছাঃ রাহানুমা তাজনীন University of Wyoming এ Master of Science in Civil Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ০১/০৮/২০২১ থেকে ৩১/০৭/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিতভাবে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
ফারহানা আহমেদ Ryerson Univesity-তে Master of Engineering Electical and Computer Engineering এ কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২৫/০৯/২০২০ থেকে ২৪/০৯/২০২২ তারিখ পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ৮ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।

মফিজুল ইসলাম University of South Florida তে MS in Civil Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০/১২/২০২৩ থেকে ১৮/১২/২০২৪ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২৭ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
শিরাজী তারিকুল ইসলাম গত ১২/০৫/২০২২ থেকে অননুমোদিতভাবে কর্মস্হলে ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ মে ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।

Rp / Rp

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা 

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন

অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন

'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ

হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে  খায়রুল আলম রফিক

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার— পরিবেশ উপদেষ্টা