ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে ডিজিটাল ডাস্টবিনগুলো অকেজো হওয়ায় দুর্ভোগে পথচারী ও বাসিন্দারা


রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ photo রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২-৮-২০২৫ বিকাল ৫:১৮

সিরাজগঞ্জঃ কাজে আসছেনা সিরাজগঞ্জ শহরের ডিজিটাল ডাস্টবিনগুলো, দীর্ঘদিন ধরে মেরামত না করার কারণে নষ্ট হয়ে পড়েছে এই ডাস্টবিনগুলো। নষ্ট ডাষ্টবিনের পাশে রাস্তায় মায়লা আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছে শহরের বাসিন্দারা। এতে করে শহরের পরিবেশ নষ্ট হচ্ছে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে দুর্ভোগে পড়েছে পথচারী। এছাড়া কিছুদিন ধরে শহরের এস এস রোডস্থ (মাছুয়াবাজার) এলাকার ফুটপাত সংলগ্ন ডিজিটাল ডাস্টবিন ভেঙে ফেলায় যে গর্তের সৃষ্টি হয়েছে সেটি আরও বিপজ্জনক হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরাজগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় এই ডাস্টবিন এলাকাগুলো । স্বাভাবিকভাবেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত  মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু এই জনবহুল সড়কের পাশে নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় বর্তমানে এলাকাগুলি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, শহরকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে বিভিন্ন সড়কে স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে সেটি নষ্ট হয়ে গেলে মেরামত না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় শহরের বাসিন্দা, দোকানদার, পথচারী এবং প্রতিষ্ঠানের মালিকগণ বাধ্য হয়ে রাস্তার ধারে, মোড়ের খোলা স্থানে ময়লা ফেলছেন। এতে পুরো সড়কে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। চলাচলে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা। বিশেষ করে বৃষ্টি হলে পানি ও ময়লা একাকার হয়ে রাস্তা নোংরা ও পিচ্ছিল হয়ে পড়ে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে। শহরের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আয়নাল হক বলেন, প্রতিদিন দোকান খোলার আগে রাস্তার পাশে জমে থাকা ময়লার স্তুপ দেখে মনটাই খারাপ হয়ে যায়। দুর্গন্ধে ঠিকমতো বসেও থাকতে পারি না। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত স্থায়ী ডাস্টবিন স্থাপন করা।
সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বড়বাজার ডিজিটাল ডাস্টবিন ভেঙে ফেলা হয়েছে। শহরের মধ্যে প্রধান সড়কে ময়লা আবর্জনা ফেলা যাবে না। বাজারের পূর্বপাশে কাটাখালী নদীর তীরে নতুন ডাস্টবিন তৈরি করা হচ্ছে। সেখানে ময়লা ফেলতে হবে। শহর পরিষ্কার পরিচ্ছনা রাখার কাজকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা হয়েছে । ডাস্টবিনগুলি দিনে তিনবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে পরিচ্ছন্ন কর্মীরা।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত