লালমনিরহাটে সবজির বাজারে আগুন, আলুতেই স্বস্তি
লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্যপণ্যের লাগামহীন দাম সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম ভোগান্তি তৈরি করেছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। একমাত্র আলু ছাড়া হাতের নাগালে কিছুই নেই।
রোববার জেলার গোশালা, আদিতমারী, নামুড়ী ও চাপারহাটসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, আলু ছাড়া কোনো সবজি ৫০ টাকার নিচে নেই। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫০ থেকে ৪০০ টাকায়। টমেটো ১২০ থেকে ২২০ টাকা, গাজর ১৪০ থেকে ১৬০ টাকা, দেশি ধনেপাতা ৩৪০ থেকে ৪৭০ টাকা, শিম ২৪০ থেকে ৩২০ টাকা, বেগুন ৬০ থেকে ৯০ টাকা, মুলা ৬০ থেকে ১০০ টাকা, ঝিঙা ৮০ থেকে ১০০ টাকা ও বরবটি ১০০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি পালং, লালশাক, কলমি ও ডাঁটা শাকের আটি বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।
গোশালা বাজারে সবজি কিনতে আসা দিনমজুর আজিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সবজির বাজারে আগুন লেগেছে। ছয়জনের সংসারের জন্য দুই দিনের কাঁচা সবজি কিনতেই ৬০০ টাকা লেগে যায়। আগের মতো তিনবেলা তরকারি রান্না আর সম্ভব নয়।”
আদিতমারী বাজারে আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, সবজির যে দাম বাহে তাতে আলু ছাড়া কোন গতি নাই।
শিয়ালখোওয়া বাজারের গৃহিণী সাবিনা বেগম বলেন, “আগে প্রতিদিন তিন রকম তরকারি রান্না করতাম। এখন বাধ্য হয়ে একবেলা শুধু শাক আর এক তরকারিতেই দিন কাটাতে হচ্ছে।”
অন্যদিকে বিক্রেতাদের দাবি, সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে। আদিতমারী বাজারের সবজি বিক্রেতা রহমত আলী বলেন, “বাজারে কোনো সিন্ডিকেট নেই। টানা বৃষ্টির কারণে অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছে। সরবরাহ কমে যাওয়ায় দাম স্বাভাবিকভাবেই বেড়েছে।”
তবে অনেক ক্রেতা অভিযোগ করে বলছেন, অস্বাভাবিক দামের পেছনে সিন্ডিকেটও একটি বড় কারণ। লালমনিরহাটের পেঁয়াজ ব্যবসায়ী মুনজুরুল জানান, “দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে। নিয়মমতো বাজার নিয়ন্ত্রণ হলে দাম আরও কমানো যেত।”
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “বৃষ্টি বা বন্যার কারণে সরবরাহে ঘাটতি থাকলে দাম বাড়তে পারে। তবে সিন্ডিকেট করে কেউ যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিশেষজ্ঞদের মতে, বাজারে পর্যাপ্ত নজরদারি ও পাইকারি স্তরে মূল্য নিয়ন্ত্রণ না থাকায় খুচরা বাজারে অস্বাভাবিক দাম দেখা দিচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনায় কঠোরতা আনলেই এই অস্থিরতা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।
Rp / Rp
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত