লালমনিরহাটে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে সমস্যা ও সমাধান খুঁজতে কর্মশালা অনুষ্ঠিত
ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের (এমএসএমই) উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধানের কৌশল নির্ধারণে লালমনিরহাটে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে ‘হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি)’ এর আওতায় ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পখাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট জিডিপির প্রায় ৩০% এই খাত থেকে আসে এবং এটি প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে একটি শক্তিশালী চালিকাশক্তি। বক্তরা আরো বলেন, লালমনিরহাট জেলায় এইচভিইউপি কর্মসূচির মাধ্যমে নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের উদ্যোগের টেকসই উন্নয়নে কাজ করা হচ্ছে।
কর্মশালায় লালমনিরহাট জেলার নারী ক্ষুদ্র উদ্যোক্তা, স্যানিটেশন উদ্যোক্তা, পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মূল্যবান অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধান কৌশল প্রস্তাব করেন। আলোচনায় উদ্যোক্তাদের পুঁজি সংকট, বাজার ব্যবস্থাপনা, উৎপাদন কৌশল, প্রযুক্তির অভাব এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রবেশগম্যতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার দাবি জানান।
কর্মশালার সভাপতি, ডা. মিথুন গুপ্ত তার বক্তব্যে বলেন, "ক্ষুদ্র উদ্যোক্তারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এইচভিইউপি কর্মসূচির মাধ্যমে আমরা চাই লালমনিরহাটের এই উদ্যোগী মানুষগুলো যেন তাদের ব্যবসাকে আরও টেকসই ও লাভজনকভাবে গড়ে তুলতে পারে। এই কর্মশালায় যে মতবিনিময় ও সুপারিশগুলো উঠে এসেছে, তা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার ডা. মিথুন গুপ্ত-এর সভাপতিত্বে
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী, লালমনিরহাট বিসিক শিল্প নগরী লালমনিরহাটের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আব্দুল আলীম গাজীসহ অন্যান্য উর্বধতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন। ওই কর্মশালায় চেম্বার অব কমার্স প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং ইউনিলিভার, স্কয়ার টয়লেট্রিজ, এসএমসি, আরএফএল কোম্পানির প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।
কর্মশালায় ম্যাক্স ফাউন্ডেশন-এর ওয়াশ ভ্যালু চেইন স্পেশালিষ্ট আমিনুল ইসলাম মৃধা, এইচভিইউপি প্রকল্পের ফোকাল পারসন আবু জাফর নুর মোহাম্মদ, ইএসডিও-এর প্রজেক্ট ম্যানেজার মাসুদ রানা এবং এম এ কাহার বকুল, বাবুল আক্তার জামান ও জাহিদুল হকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত