রাজধানীর বসুন্ধরায় অস্ত্রসহ গ্রেফতার ৬
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি (দুই) বিদেশী পিস্তল, ০২টি (দুই) বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গত ২৯ আগষ্ট ২০২৫ইং তারিখ গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ রকিবুল হাসান ফ্রান্স (৩৫) ২। মোঃ রিয়াজুল ইসলাম (৩৫) ৩। মোঃ কামরুজ্জামান ওরফে নাইম (২৭) ৪। মোঃ আলম (৩৩) ৫। মোঃ আল-আমিন (৩০) ও ৬। মোঃ নয়ন (৩২)। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে উদ্ধার করা হয় ২টি বিদেশী পিস্তল. ০২ টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলি।
অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ২৯/০৮/২০২৫ ইং তারিখ বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছে। উক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে উল্লেখিত স্থানে র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ার ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামি ১। মোঃ রকিবুল হাসান ফ্রান্স (৩৫) পিতা- মৃত- লোকমান হোসেন থানা- মাধবদী জেলা- নরসিংদী ২। মোঃ রিয়াজুল ইসলাম (৩৫) পিতা- মৃত বাবুল মাতব্বর থানা- মোরেলগঞ্জ জেলা- বাগেরহাট ৩। মোঃ কামরুজ্জামান ওরফে নাইম (২৭) পিতা- জাহাঙ্গীর আলম থানা- খালিশপুর জেলা- খুলনা ৪। মোঃ আলম (৩৩) পিতা- কাশেম আলী থানা-টেকনাফ জেলা- কক্স্রবাজার ৫। মোঃ আল-আমিন (৩০) পিতা- শাহজাহান থানা- খালিশপুর জেলা- খুলনা ৬। মোঃ নয়ন (৩২) পিতা- সৈয়দ আলী থানা- খালিশপুর জেলা- খুলনা’দেরকে আটক করা হয়। অভিযান পরিচালনাকালে আসামীদের বসবাসরত রুমে তল্লাশীকালে ০২টি বিদেশী পিস্তল, ০২ টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিরা বসুন্ধরা আবাসিক এলাকা, ৩০০ ফিট এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। আসামিদের গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Masum / Masum
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা