ঢাকা রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নিরাপত্তা ছাড়পত্র বিডা ওএসএস এর মাধ্যমে পুরোপুরি ডিজিটাল হচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২৫ রাত ৯:১০

বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) প্রক্রিয়া বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে প্রদান করা হবে। এ সিদ্ধান্ত আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কার্যকর হবে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী এর সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি এর উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের আন্তঃসংস্থাগত বৈঠকে আজ সিদ্ধান্তটি গৃহীত হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সংস্থাসমূহ এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
• বিডা’র OSS পোর্টালের মাধ্যমে নিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণ ডিজিটাল করা হবে।

• নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর যৌক্তিকীকরণ করা হয়েছে যাতে সেবার প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত সার্কুলারের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। নির্ধারিত সকল আবশ্যিক ডকুমেন্টসসহ আবেদন যথাযথভাবে দাখিল করা হলে এবং নিরাপত্তা সংস্থা ২১ কর্মদিবসের মধ্যে যাচাই সম্পন্ন না করলে, উক্ত আবেদনের বিষয়ে নিরাপত্তা আপত্তি নেই বলে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে।

• বিদেশি প্রকর্মী ও বিদেশি বিনিয়গকারিদের ভিসা নবায়ন ও ভিসা ফি প্রদান ডিজিটালাইজ করা হবে যাতে করে সশরীরে আবেদন দাখিলের প্রয়োজন না হয়।
• নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা শীঘ্রই চালু হবে যাতে করে বিনিয়োগ সেবা ও পরিবীক্ষণ আরও জোরদার হবে।
• ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানযোগ্য হবে।
• আন্তঃসংস্থাগত একটি ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরি হবে, যাতে তথ্য আদান-প্রদান, বিদেশিদের আগমন ও অবস্থান পরিবীক্ষণ এবং আন্তসংস্থা সমন্বয় আরও বেশী কার্যকর হয়।
• নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত এই প্রক্রিয়াসমূহ সকল বিনিয়োগ সংস্থার অধীন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী বলেন, “নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে। সীমিত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই কর্মানুমতি ও ভিসা-সম্পর্কিত আরও কিছু সংস্কার কার্যকর করা সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেমন বিডা নিয়মিত মাসিক সমন্বয় সভা করে, তেমনি নিরাপত্তা ছাড়পত্র ও কর্মানুমতির সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও এখন থেকে বিডা মাসিক সভা করবে—যাতে এই গুরুত্বপূর্ণ সেবায় কোনো অনিশ্চয়তা না থাকে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি ডিজিটালাইজেশন কার্যক্রমকে এগিয়ে নিতে এবং প্রক্রিয়াসমূহ আরও সহজ ও কার্যকর করতে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Ahad Hossain / Ahad Hossain

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা 

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন

অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন

'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ

হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে  খায়রুল আলম রফিক

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার— পরিবেশ উপদেষ্টা