মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে যোগ্যতার প্রমাণ—লালমনিরহাটে ১৭ জনের স্বপ্নপূরণ

“চাকরি নয়, সেবা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে জুন-২০২৫ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ এ প্রক্রিয়ায় ১৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং ৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় মোট ১,৮৪৪ জন আবেদনকারী অংশ নেন। প্রথম দিনে অংশ নেন ১,১৭৫ জন, উত্তীর্ণ হন ৮৬০ জন। দ্বিতীয় দিনে অংশগ্রহণ করেন ৮৪১ জন, উত্তীর্ণ হন ৫০৫ জন। তৃতীয় দিনে অংশগ্রহণ করেন ৪৯৭ জন, এর মধ্যে উত্তীর্ণ হন ৩৬৪ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৬২ জন, যেখানে উত্তীর্ণ হন ৪৬ জন প্রার্থী। সর্বশেষ মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হন ১৭ জন, আর অপেক্ষমাণ রাখা হয় ৩ জনকে।
১২ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে মৌখিক পরীক্ষা শেষে, সন্ধ্যায়, পুলিশ লাইন্স ড্রিল শেডে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেন। এ সময় তিনি নির্বাচিতদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন কৃষক, দিনমজুর, পান দোকানি, ড্রাইভার, শ্রমিক ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সন্তানরা। তাদের মধ্যে দুইজন মেয়ে প্রার্থীও চাকরি পেয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র ১২০ টাকার ফি দিয়েই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন,
এই নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের ঘুষ বা প্রভাবের সুযোগ রাখা হয়নি। দরিদ্র পরিবারের মেধাবী সন্তানরা এ নিয়োগের মাধ্যমে প্রমাণ করেছে, সততা ও যোগ্যতা দিয়েই চাকরি পাওয়া সম্ভব।”
প্রার্থীদের আনন্দে এখন গ্রাম থেকে শহরে বইছে উৎসবের আমেজ। অনেক পরিবারের চোখে জল, মনে স্বপ্ন—কারণ তাদের সন্তান আজ দেশের সেবায় এগিয়ে যাওয়ার সুযোগ পেলো।
Masum / Masum

মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে যোগ্যতার প্রমাণ—লালমনিরহাটে ১৭ জনের স্বপ্নপূরণ

বাগেরহাটে আসন পুনর্বহালের আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান

র্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের "উন্মুক্ত ওয়ার্ড সভা" অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ

বাগেরহাটে আসন পুনর্বহালের আন্দোলন, ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

মোড়েলগঞ্জ উপজেলায় ও পালিত হয়েছে হরতাল

মানিকগঞ্জের দৌলতপুরে ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যাকাণ্ড

লালমনিরহাটের আলোচিত রায়ফুল হত্যা মামলার প্রধান আসামী রাজধানীতে আটক

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মত হরতাল শুরু

অবশেষে মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনকারী কনক মুহুরী জেল হাজতে

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল
