লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ চোরাই মোটরসাইকেল
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ বিকেল থেকে ২৮ সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত জেলার কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামীকে আটক করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১। মোঃ মকবুল হোসেন (৩৪), পিতা-মৃত শামসুল হক, মাতা-মৃত মরজিনা বেগম, সাং-কাশিরাম ০১ নং ওয়ার্ড, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
২। মোঃ মিলন মিয়া (৩০), পিতা-মোঃ জুলহাস, মাতা-মজিদা বেগম, সাং-চর বাগভোহড়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর।
৩। মোঃ রাকিব হোসেন (২৩), পিতা-মোঃ মোদাচ্ছেল আলী, মাতা-মোছাঃ রোকেয়া বেগম।
৪। মোঃ সোহেল রানা সাবু (২৪), পিতা-মোঃ কেতাব আলী, মাতা-মোছাঃ শিল্পি বেগম।
৫। মোঃ মাসুদ রানা (২২), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-মোছাঃ ময়না বেগম।
৬। মোঃ আল-আমিন (২২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, মাতা-মোছাঃ পারভীন বেগম, সাং-দক্ষিণ যুবনী।
৭। মোঃ জাহিদ ইসলাম (১৮), পিতা-মোঃ আব্দুল খতিব, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-বাড়াইপাড়া।
৮। মোঃ রহমতুল্লাহ (১৮), পিতা-মোঃ আলতাফ হোসেন, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-দক্ষিণ বাড়াইপাড়া, সর্ব-থানা হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।
অভিযান প্রসঙ্গে ডিবি পুলিশের বর্ণনা
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কালীগঞ্জ বাজারের তেতুলতলা এলাকায় মোঃ মকবুল হোসেন (অর্থাৎ মকবুল মেকার) তার দোকানে চোরাই মোটরসাইকেল রেখে নিয়মিত কেনা-বেচা করে আসছেন।
এরপর ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে মকবুল হোসেন ও তার সহযোগী মোঃ মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি Discover 125CC লাল-কালো মোটরসাইকেল (নম্বরপ্লেটবিহীন) জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে আরও ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলের তালিকা
১। Apache 4V 150CC (সাদা-নীল রঙের) – ০১টি
২। Apache RTR 150CC (নীল রঙের) – ০১টি
৩। Discover 125CC (লাল-কালো রঙের) – ০১টি
৪। Discover 110CC (লাল-কালো রঙের) – ০১টি
৫। Discover 100CC (নীল-কালো রঙের) – ০১টি
৬। Discover 125CC (লাল-কালো রঙের, পূর্বে উদ্ধারকৃত) – ০১টি
এভাবে সর্বমোট ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও পলাতকরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Rp / Rp
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু
Link Copied