ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ চোরাই মোটরসাইকেল


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৩:৩৬
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ বিকেল থেকে ২৮ সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত জেলার কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামীকে আটক করে।
 
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১। মোঃ মকবুল হোসেন (৩৪), পিতা-মৃত শামসুল হক, মাতা-মৃত মরজিনা বেগম, সাং-কাশিরাম ০১ নং ওয়ার্ড, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
২। মোঃ মিলন মিয়া (৩০), পিতা-মোঃ জুলহাস, মাতা-মজিদা বেগম, সাং-চর বাগভোহড়া, থানা-গংগাচড়া, জেলা-রংপুর।
৩। মোঃ রাকিব হোসেন (২৩), পিতা-মোঃ মোদাচ্ছেল আলী, মাতা-মোছাঃ রোকেয়া বেগম।
৪। মোঃ সোহেল রানা সাবু (২৪), পিতা-মোঃ কেতাব আলী, মাতা-মোছাঃ শিল্পি বেগম।
৫। মোঃ মাসুদ রানা (২২), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-মোছাঃ ময়না বেগম।
৬। মোঃ আল-আমিন (২২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, মাতা-মোছাঃ পারভীন বেগম, সাং-দক্ষিণ যুবনী।
৭। মোঃ জাহিদ ইসলাম (১৮), পিতা-মোঃ আব্দুল খতিব, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-বাড়াইপাড়া।
৮। মোঃ রহমতুল্লাহ (১৮), পিতা-মোঃ আলতাফ হোসেন, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-দক্ষিণ বাড়াইপাড়া, সর্ব-থানা হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।
 
অভিযান প্রসঙ্গে ডিবি পুলিশের বর্ণনা
 
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কালীগঞ্জ বাজারের তেতুলতলা এলাকায় মোঃ মকবুল হোসেন (অর্থাৎ মকবুল মেকার) তার দোকানে চোরাই মোটরসাইকেল রেখে নিয়মিত কেনা-বেচা করে আসছেন।
 
এরপর ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে মকবুল হোসেন ও তার সহযোগী মোঃ মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি Discover 125CC লাল-কালো মোটরসাইকেল (নম্বরপ্লেটবিহীন) জব্দ করা হয়।
 
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে আরও ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 
উদ্ধারকৃত মোটরসাইকেলের তালিকা
১। Apache 4V 150CC (সাদা-নীল রঙের) – ০১টি
২। Apache RTR 150CC (নীল রঙের) – ০১টি
৩। Discover 125CC (লাল-কালো রঙের) – ০১টি
৪। Discover 110CC (লাল-কালো রঙের) – ০১টি
৫। Discover 100CC (নীল-কালো রঙের) – ০১টি
৬। Discover 125CC (লাল-কালো রঙের, পূর্বে উদ্ধারকৃত) – ০১টি
এভাবে সর্বমোট ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও পলাতকরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত