ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শারদীয় দুর্গা উৎসবে জয়পুরহাটের  হাট-বাজারে নারিকেলের দামে আগুনের ঝাঁঝ


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৪:৪

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে জয়পুরহাটের বিভিন্ন হাট- বাজারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে নারিকেল ও গুঁর বিক্রির ধুম। পূজায় অতিথি আপ্যায়নে প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলের নাড়ু। এছাড়া নারিকেল দিয়ে পায়েস সহ তৈরি করা হয় নানা স্বাদের খাবার। তবে নারিকেলের পাশাপাশি কদড় বাড়া সহ দাম বেড়েছে গুঁড়েও। দুর্গাপুজায় নারিকেল ও গুঁড়ের কদর বাড়ার সাথে সাথে দামেও লেগেছে আগুন। শেষ মুহুর্তে দরদাম কষাকষির পাশাপাশি পুজার নারিকেল কেনার জন্য ছুটাছুটি করছে ক্রেতারা এ দোকান থেকে অন্য দোকানে। একই সঙ্গে গুরের দোকানেও প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। গত কয়েক বছরের চেয়ে এ বছর নারিকেলের দাম বেশি বাড়ায় ক্রেতারা প্রয়োজন মত নারিকেল কিনতে পারছেন না বলে জানা গেছে। 
সরেজমিনে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিভিন্ন হাট-বাজার ঘুড়ে দেখা গেছে, শারদীয় উৎসবে নারিকেল ও গুঁড়ের দোকানে প্রচন্ড ভির লক্ষ্য করা গেছে। নানা ধরনের ও আকারের নারিকেলের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। তবে সব দোকানে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যাই বেশি চোখে পড়ে। এ বছর ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ২৩০ টাকা, মাঝারি ২৮০ টাকা এবং বড় সাইজের নারিকেলের জোড়া ৩৬০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। যা গত বছরের মুল্যের চেয়ে প্রায় দ্বিগুন। তবে গুঁড়ের দাম কিছুটা সহনীয় পর্যায়ে বলে জানান বেশ কয়েকজন ক্রেতা।
ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে নারিকেল কিনতে আসা হাটশহর গ্রামের মহিম চন্দ্র মন্ডল দম্পতি জানালেন, গত কয়েকদিন পুর্বে নারিকেলের দাম কিছুটা কম থাকলেও এখন শেষ মুহুর্তে নারিকেল জোড়া ৩৬০ থেকে ৪৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গুঁড় অল্প হলেও সমস্যা নেই, চিনির নারু করা যায় কিন্তু নারিকেল ছাড়া পুজা চলেই না। আমি ১০ টা নারিকেল কিনতে এসে এখন দাম খুব বেশি বলে ৭ টা কিনলাম। গুড়ের দাম বেশি হওয়ায় মাত্র ১ কেজি কিনলাম আর চিনি কিনলাম। তিনি বলেন, গুড়ের বিকল্প থাকলেও পুজায় নারিকেলের কোন বিকল্প নেই। তাই দাম যতই হোক কিনতেই হবে। ধরঞ্জি গ্রামের গীতারানী স্বপরিবারে এসেছেন পাঁচবিবির আটাপাড়া বাজারে পুজার নারিকেল কিনতে। তিনি জানান, নারিকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না, দাম যতই হোক। সনাতন ধর্মাবলম্বি এলাকা হিসেবে খ্যাত কালাই উপজেলার মাত্রাই বাজারে নারিকেল কিনতে আসা কয়েকজন ক্রেতার সাথে আলাপকালে তারা জানান, গত বছরের চেয়ে এ বছর নারিকেলের দাম প্রায় দ্বিগুন হলেও কোন উপায় নেই, কিনতেই হবে। তারা বলেন, শেষ মুহুর্তে দাম বেশি বেড়েছে। 
বেশ কয়েকজন নারিকেল বিক্রেতা জানালেন, গত বছরের চেয়ে এ বছর দাম একটু বেশিই। কারন হিসেবে তারা বললেন, এ বছর খুলনায় নারিকেলের আড়তেই দাম বেশি। এ ছাড়া গত বছরের চেয়ে এ বছর খুলনায় নারিকেলের ফলন কম হওয়ায় দাম বেড়েছে। এ বছর বাজারে সাতক্ষীরার নারিকেলই বেশি, এ নারিকেলের শ্বাষ খুলনার নারিকেলের চেয়ে বেশি পুরো হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। ফলে আমরা বেশি দামে কিনেছি, তাই বেশি দামেই বিক্রি করছি। তবে দুয়েকদিনের মধ্যেই নারিকেলের দাম আরও বাড়তে পারে বলেও জানান তারা।

Rp / Rp

লালমনিরহাট-৩ ‘লালমনিরহাটে সুজনের আয়োজনে এক মঞ্চে মুখোমুখি ৬ প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা ১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থীর পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ  ৩জন আটক

বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা