নড়াইলে গলাকেটে হত্যা মামলার রহস্য উন্মোচন এবং ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের অভিযানে আসামি গ্রেফতার
গত ২৬/০৯/২০২৫ তারিখ অনুমান সকাল ০৬.৪৫ ঘটিকার সময় নড়াইল জেলার সদর থানাধীন বুড়িখালী সাকিনস্থ জনৈক আজিজুল মৃধা এর বাড়ীর দক্ষিণ পার্শ্বে বাঁশবাগানের ভিতর তালবাগান নামক স্থানে ভিকটিম মৃত আকবার ফকির (৬০), পিতা-মৃত মোমিন উদ্দিন ফকির, সাং-সড়াতলা এর গলাকাটা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করা মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে সকাল ০৭.০০ ঘটিকায় পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ উল্লেখিত লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত সহ অন্যান্য পুলিশ কার্যক্রম সম্পন্ন করে ভিকটিমের মৃত দেহ পোষ্ট মার্টেম করার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।
উক্ত হত্যাকান্ডের ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পুত্র মোঃ নাজির ফকির বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮, তারিখ-২৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য নিরলস ভাবে কাজ করতে থাকে। যার প্রেক্ষিতে পুলিশি কলাকৌশল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮/০৯/২০২৫ তারিখ রাত্র ১১.৩০ ঘটিকার সময় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মশাঘুনি সাকিনস্থ ব্রাক অফিসের সামনের নড়াইল টু লোহাগড়াগামী মহাসড়কের উপর হতে ঘটনার সাথে জড়িত বাবু সরদার (৫৯), পিতা-মৃত মোসলেম সরদার, সাং-সড়াতলা, থানা ও জেলা-নড়াইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে ভিকটিম আকবার ফকিরকে জবাই করে হত্য করেছে বলে স্বীকার করে। পূর্বশত্রুতার জেরে সে ঘটনার ১০/১২ দিন পূর্ব থেকেই ভিকটিম মৃত আকবার ফকিরকে হত্যার পরিকল্পনা করে বলে জানায়। পরিকল্পনা অনুযায়ী সে ০১টি চাকু ক্রয় করে এবং স্থানীয় বাজারের ফার্মেসী থেকে এলার্জির ঔষধ ক্রয় করে।
গ্রেফতারকৃত অভিযুক্ত জানায়, সে ঘটনার দিন সু-কৌশলে ভিকটিম আকবার ফকিরকে উক্ত ঘটনাস্থল নিয়ে গিয়ে পূর্বেই তার কাছে প্রস্তুত থাকা কোমল পানীয় (স্পীড) এর সাথে তার ক্রয় করে রাখা (২০টি) এলার্জির ট্যাবলেট মিশিয়ে ভিকটিমকে পান করায়। ভিকটিম উক্ত কোমল পানীয় পান করার পর অচেতন হয়ে পড়লে ভিকটিমের কাছে থাকা গামছা টুকরো টুকরো করে ভিকটিম এর হাত ও পা গাছের সাথে বেঁধে ফেলে অভিযুক্ত বাবু সরদার এর কাছে থাকা চাকু দ্বারা ভিকটিমকে গলাকেটে হত্যা করে এবং ভিকটিমের অন্ডকোষ সহ পুরুষাঙ্গ কেটে ঘটনাস্থল সংলগ্ন পার্শ্ববর্তী ডোবার পানিতে ফেলে দেয়।
অভিযুক্ত বাবু সরদার জমিজমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবত তার (অভিযুক্তের) স্ত্রীকে শারিরিক নির্যাতন, অভিযুক্তের শ্বাশুড়িকে (অভিযুক্তের বাড়িতে বেড়াতে এসে রাতে ভিকটিমের বাড়িতে ঘুমাতে গেলে) ধর্ষন চেষ্টা এবং অভিযুক্তের কন্যা ও পুত্রবধুর প্রতি ভিকটিমের কু-নজর ইত্যাদির কারনে ভিকটিম আকবার ফকিরকে হত্যা করে এবং সে একাই উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে স্বীকার করে।
অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় ঘটনার বর্ণনা দিয়ে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
Masum / Masum
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা