ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

একই উঠানে মসজিদ-মন্দির: ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত লালমনিরহাটে


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ৩০-৯-২০২৫ বিকাল ৬:৫
সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এক উঠানে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির—যেখানে ভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে পালন করে আসছেন নিজ নিজ ধর্মীয় আচার। ধূপকাঠির সুবাস আর আতরের গন্ধ, উলুধ্বনি আর আজান—সব মিলেই সৃষ্টি করেছে সম্প্রীতির এক বিরল পরিবেশ।
 
লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকার পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির প্রায় ২০০ বছর ধরে একই উঠানে অবস্থান করছে। স্থানীয়রা জানান, ১৮৩৬ সালে কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে শহরে আগত মুসলিম ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য মন্দিরের পাশেই একটি ছোট কক্ষ নির্মাণ করেন, যা পরে পুরান বাজার জামে মসজিদ নামে পরিচিতি পায়। সেই থেকে একই প্রাঙ্গণে দুই ধর্মীয় উপাসনালয়ের কার্যক্রম চলমান।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের সময় মন্দিরের ঢাক-ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বন্ধ থাকে। নামাজ শেষ হওয়ার পর পূজার কার্যক্রম শুরু হয়। কখনো কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এখানে। বরং উভয় ধর্মের মানুষ শালীনতা বজায় রেখে সম্প্রীতির বন্ধনে উৎসব পালন করে আসছেন।
 
কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি ও প্রধান পুরোহিত শংকর চক্রবর্তী বলেন, “১৮৩৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই এভাবে সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। জন্ম থেকে আজ পর্যন্ত আমি সামান্যতম বিশৃঙ্খলার ঘটনাও দেখিনি।”
 
পুরান বাজার জামে মসজিদের ইমাম আল আমিন হোসেন জানান, “মসজিদের আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হলেও দুই ধর্মের মানুষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পাদন করে আসছেন।”
 
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “প্রায় দুই শতাব্দী ধরে একই উঠানে পাশাপাশি মসজিদ ও মন্দির শান্তিপূর্ণভাবে চলছে। মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বীরা এখানে যে সম্প্রীতির পরিবেশ বজায় রেখেছেন, তা গোটা বাংলাদেশের জন্য অনুপ্রেরণামূলক।”
 
বর্তমানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির এলাকা সাজসজ্জায় উৎসবমুখর। প্রতিদিন হাজারো মানুষ এ সম্প্রীতির নিদর্শন দেখতে ভিড় করছেন। বিদেশি কূটনীতিকরাও এই বিরল দৃশ্য দেখার জন্য এখানে আসেন।
 
লালমনিরহাটের কালীবাড়ীতে এক উঠানে মসজিদ-মন্দির—এ যেন ধর্মীয় সম্প্রীতির জীবন্ত প্রতীক, যা বাংলাদেশের সামাজিক সংস্কৃতির উজ্জ্বল উদাহরণ হয়ে আছে।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত