মাদারীপুর শিবচরের কিন্ডার গার্ডেনে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে প্রশাসন
মাদারীপুর জেলার শিবচরে কিন্ডার গার্ডেনের শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।ঘটনাটি প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে গোপনে সমাধান করতে চাইলেও পরবর্তীতে অভিযোগের ভিত্তিতেই তদন্ত নেমেছে শিবচর উপজেলা প্রশাসন।
ঘটনার বিবরণে জানা যায়'শিবচর উপজেলায় 'প্রভাতী কিন্ডার গার্ডেন 'নামক স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে একই স্কুলের শিক্ষক মোঃ মোরশেদ আলমের বিরুদ্ধে।এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক বলেন অভিযুক্ত শিক্ষক মোঃ মোরশেদ আলম ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেন ও বিভিন্ন ভাবে শ্লীলতাহানি করেন।আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।এ ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।তবে বিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
ভুক্তভোগী চতুর্থ শ্রেণীর ছাত্রী বলেন' ওই স্যার আমাকে জোর করে জাপটে ধরে,গালে চুমা দেয়,জোর করে ধরে আদর করে,শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে,বুকে টাচ করে তখন আমার খুব ব্যাথা লাগে।এর আগেও স্যার আমাদের অনেকের সাথেই সাথে এমন করেছে।তখন কিছু বললেই স্যার আমাদের ধরে মারে'।
কিন্ডার গার্ডেন স্কুলের অভিভাবকদের অভিযোগ'প্রভাতী কিন্ডার গার্ডেন একটি ছোট শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান।যদি শিক্ষকরা এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন,তাহলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।তারা বলেন, ইতিপূর্বেও মোরশেদ আলমের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছিল তবে তখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।ছাত্রী শ্লীলতাহানির বিষয়টির অভিভাবক ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত শিক্ষক মোঃ মোরশেদ আলম ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে বলেন,“ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার প্রশ্নই আসে না।ওই শিক্ষার্থী হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সময় তাকে ধরেছিলাম।একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম ইবনে মিজান জানান'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিদ্যালয় পরিদর্শন করেছি।এ ঘটনায় নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত এখনো চলমান রয়েছে।তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
Masum / Masum
মাদারীপুর ২ আসনে বিএনপি'র মনোনয়নের প্রতিবাদে রাজৈরে একাংশের বিক্ষোভ
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত