ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সভাপতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৬-১০-২০২৫ রাত ১০:১

আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের (FIDH) সভাপতি অ্যালিস মোগওয়ে সোমবার অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

 

দুই নেতা বাংলাদেশ এবং বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন।

 

অধ্যাপক ইউনূস মিস মোগওয়েকে তার সফরের জন্য ধন্যবাদ জানান এবং দেশের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির গুরুত্বের উপর জোর দেন।

 

“গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আমি অনেক আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারীদের সাথে দেখা করেছি। দেশটি যখন একটি গুরুত্বপূর্ণ সময়ের দিকে এগিয়ে আসছে, তখন আমি তাদের সকলকে বাংলাদেশে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম,” তিনি বলেন।

 

“প্রতিটি সফর অবহেলিত বিষয়গুলিকে সামনে আনতে সাহায্য করে এবং আমাদেরকে তা গ্রহণ করতে বাধ্য করে,” অধ্যাপক ইউনূস বলেন।

 

তিনি তার প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর কথাও উষ্ণভাবে বলেন, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতির কথা স্মরণ করেন।

 

গাজার মানবিক সংকট বৈঠকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মিসেস মোগওয়ে গাজার জনগণের সমর্থনে FIDH-এর চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং অধ্যাপক ইউনূসের দৃঢ় সংহতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখার প্রতিশ্রুতির জন্য তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন।

 

"আপনি কঠিন পরিস্থিতিতেও অসাধারণ কাজ করছেন," তিনি উল্লেখ করেন।

 

১৫ বছরের স্বৈরাচারী শাসনের কথা স্মরণ করে মিসেস মোগওয়ে পূর্ববর্তী বাংলাদেশ প্রশাসনের অধীনে জোরপূর্বক গুম এবং ভিন্নমত পোষণকারীদের নীরব করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের তরুণদের মধ্যে পরিবর্তনের ক্রমবর্ধমান গতির কথাও স্বীকার করেন।

 

"তরুণরা পরিবর্তনের জন্য একটি শক্তিশালী তৃষ্ণা দেখাচ্ছে," তিনি আরও বলেন যে তিনি তার চিন্তাভাবনা এবং সকালের প্রার্থনায় বাংলাদেশকে রাখেন।

 

অধিকারের সিনিয়র গবেষক তাসকিন ফাহমিনাও সভায় উপস্থিত ছিলেন

Masum / Masum

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা 

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন

অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন

'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ

হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে  খায়রুল আলম রফিক

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার— পরিবেশ উপদেষ্টা