ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

জয়পুরহাট-হিলি সড়কে খড়বোঝাই ট্রাক বিকল, তীব্র যানজটে দুর্ভোগে যাত্রীরা


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ৭-১০-২০২৫ বিকাল ৫:৫৯

জয়পুরহাট-হিলি সড়কে একটি খড়বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ায় উভয় পার্শ্বে অর্ধ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে এই সড়কে চলাচলকারী সকল যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। এটি একটি আঞ্চলিক গুরুত্বপুর্ন সড়ক হওয়ায় এ সড়কে খড়বোঝাই ট্রাক কিভাবে চলাচল করছে তা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন দুর্ভোগে পড়া যাত্রীরা। বাংলা হিলি স্থল বন্দরের মাধ্যমে আমদানীকৃত বিভিন্ন মালামালের শত শত গাড়ী দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের অন্যতম এ সড়কে দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও যেন দেখার কেউ নেই।
জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই দিকে শত শত গাড়ি আটকে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারা জানান, খড়বোঝাই ট্রাকটি হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে রাস্তায় বিকল হয়ে যায়। রাস্তার ওই অংশটি খানাখন্দে ভরা থাকায় ট্রাকটি সরানোও কঠিন হয়ে পড়ে। প্রায় এক ঘন্টা যাবত যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি চরমে ওঠে। বন্দর থেকে মালামাল বহনকারী ট্রাকসহ ঢাকাগামী দূরপাল্লার বাসগুলোও এই জ্যামে আটকে পড়ে যায়।
বিকল ট্রাকটির চালক হানিফ বলেন, গাড়ির ব্রেক পাইপ ফেটে গেছে, মেরামত করতে অন্তত ২ ঘণ্টা সময় লাগবে। রাস্তার অবস্থা খুব খারাপ, তাই গাড়ি চালানোও কষ্টকর। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তায় প্রায়ই এমন হয়। খানাখন্দে ভর্তি রাস্তায় ট্রাক-বাস মাঝে মাঝেই বিকল হয়ে যায়। ঢাকাগামী যাত্রী সালমা বেগম বলেন, ঘণ্টাব্যাপী রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তার সংস্কার কাজ না করলে এমন ভোগান্তি লেগেই থাকবে। স্থানীয় মরিরুল ইসলাম জানান, হিলি বন্দর হয়ে জয়পুরহাট পর্যন্ত এই আঞ্চলিক সড়কটি বাণিজ্যিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোন প্রকার সংস্কার না হওয়ায় প্রায়ই এমন বিপর্যয়ের মুখে পড়তে হয় চালক ও যাত্রীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারনেই ব্যস্ততম ও গুরুত্বপুর্ন এ রাস্তায় খড়বোঝাই ট্রাক নির্বিঘ্নে চলাচল করতে পারছে, আর মাঝে মধ্যেই আমাদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Rp / Rp

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা ১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থীর পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ  ৩জন আটক

বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫

শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ