ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

শিশুদের উপর নির্যাতন সবচেয়ে নিকৃষ্টতম কাজ -- উপদেষ্টা শারমীন এস মুরশিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-১০-২০২৫ রাত ৮:৪

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তোমাদের জয়ধ্বনি শোনা যায়, তোমাদের সংগ্রামের স্বীকৃতি হবে, তোমাদের বিজয়ের আনন্দ হবে এবং আগামী দিনে তোমরা এদেশের নির্মাতা হবে। তিনি বলেন, আজকের কন্যাশিশুরা আগামীর নারী।

তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড.বদিউল আলম মজুমদার, মহিলাবিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক (অতিরিক্ত সচিব)কাজী গোলাম তৌসিফ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম এবং শিশু বক্তা মোছাম্মদ আনিকা ও নুসরাত জাহান এমি বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহ সভাপতি শাহীন আক্তার ডলি।

উপদেষ্টা বলেন, এবারের প্রতিপাদ্য বিষয়টি যেনো আমাদের কন্যাশিশুদের বিকাশের ক্ষেত্রে ইতিবাচক দিকগুলিকেই ইঙ্গিত করে। এবারের প্রতিপাদ্য হলো : 'আমি কন্যা শিশু- স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি'।

এবারের প্রতিপাদ্যের মূল তাৎপর্য হলো, কন্যাশিশুদেরকে আত্মমর্যাদা, দক্ষতায়, সাহসিকতায় ও নেতৃত্বে উদ্বুদ্ধ করে তুলতে হবে। তাদেরকে বিকাশের জন্য ইতিবাচক ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। একটি কন্যাশিশু সমাজ, রাষ্ট্র তথা পরিবার থেকে বৈষম্যের শিকার হয়েই নারী হিসেবে বেড়ে ওঠে , কিন্তু কন্যাশিশুদের অন্ধকারে রেখে একটি সুষ্ঠু সমাজ কাঠামো যেমন গড়ে তোলা সম্ভব নয় তেমনি দেশকে আলোকিত করাও সম্ভব নয়। তিনি বলেন, কন্যাশিশুদের অগ্রগতিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলোর বিপরীতে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রকে কি কি করণীয় করতে হবে তা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ খুঁজে বের করে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।

উপদেষ্টা বলেন, কন্যাশিশুরা এখন আর বোঝা নয় বরং কন্যাশিশুরা প্রমাণ করেছে সুযোগ পেলে তারা দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে। ভুললে চলবে না যে একজন নারী একজন মানব সম্পদ আর কন্যাশিশুরা তার অঙ্কুর। বাংলার নারীরা আজ ঈর্ষাণীয় সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে, শিক্ষিত হচ্ছে, নতুন নতুন পেশায় জড়িত হচ্ছে, ফুটবল আর ক্রিকেট খেলছে, নারীরা এভারেস্টের চূড়া জয় করছে, নারীরা আজ কোথায় নেই। তিনি বলেন, যখন মেয়েরা, শিশুরা মাথা উঁচু করে দাঁড়ায় তখন দেশও মাথা উঁচু করে দাঁড়ায়।

উপদেষ্টা বলেন, আমর মন্ত্রণালয় দায়িত্ব নেয়ার পর এ মন্ত্রণালয়ের সকল অনিয়ম দূর করতে অবকাঠামো পরিবর্তন করেছি। তিনি বলেন, সমাজে শিশুদের উপর নির্যাতন সবচেয়ে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। নারী নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোন মেয়েরা নির্যাতনের শিকার হয় সেই জায়গায় আমার মন্ত্রণালয়ের টিম পৌঁছে যাচ্ছে। তোমাদের সাথে আমাদের দূরত্ব কমিয়ে আনার প্রয়াসে আমার ফেসবুকে বারকোড দেওয়া আছে এর মাধ্যমে তোমরা আমার কাছে পৌঁছাতে পারবে। আজ থেকে তোমাদের সাথে আমার সংযোগ তৈরি হলো এ কথা ব্যক্ত করেন।

জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে চিত্রাঙ্কন

প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপদেষ্টা শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল গেট হতে শিশু একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় । র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ও সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সমাজের বিভিন্ন পর্যায়ে আগত কন্যাশিশু, গার্লগাইডসের রেঞ্জারগণ, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Masum / Masum

তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা -১৭ গুলশানে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের ব্যাপক প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) কর্তৃক বিজিবি মোতায়েন

রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে - ধর্ম উপদেষ্টা

আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

নিবন্ধন নিয়ে ইসি’র ‘টালবাহানা’ ও ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে বাংলাদেশ আমজনগণ পার্টির সংবাদ সম্মেলন

গাড়ি চালকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো একটি বাস্তবভিত্তিক অংশীদারিত্বমূলক উদ্যোগ শুরু হয়েছে - পরিবেশ উপদেষ্টা

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই কর্ম ভিসা চালু করা হবে

তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এটি বৃহত্তর জনস্বাস্থ্যের ইস্যু - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

দেওদীঘিতে ইসলামিক মিশন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন - ধর্ম উপদেষ্টা

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবি’র অভিযানে ২০২৫ সালে ১,৯০৮ কোটি ২৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ