ত্রয়োদশ নির্বাচন জয়পুরহাট ১ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী অনেকেই : প্রস্তুত জামাত
সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাট মাত্র দুটি আসনে বিভক্ত সংসদীয় আসন ৩৪ ও সংসদীয় আসন ৩৫ । একটি জয়পুরহাট-১ আসন অন্যটি জয়পুরহাট-২ আসন হিসাবে পরিচিত। জয়পুরহা্য্যট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে জয়পুরহাট-১ আসন এবং আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল এই তিন উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই দুটি আসনে নির্বাচনী জোরালো হাওয়া বইতে শুরু করেছে। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীরা অনেক আগে থেকেই নির্বাচনী এলাকায় জানান দিচ্ছেন, সবাই নিজেকে দলীয় প্রার্থী না বল্লেও ধানের শীষের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এই জয়পুরহাট ১ আসনেই জামায়াতে ইসলামী বাংলাদেশের চিত্র অন্য রকম। দলটি আসনে প্রার্থীতা চূড়ান্ত করে রেখেছে। ইতিমধ্যে জামায়াতে ইসলামী নির্বাচনের সকল প্রস্তুতিও শেষ করেছে। এরমধ্যে আসনেই বিএনপির প্রায় আট জনের বেশি মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে অনেকেই জোরেশোরে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সভা-সমাবেশ করছেন। জয়পুরহাট-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদর তৎপরতা অনেক বেশি। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সবাই শক্তিশালী। একারণে শেয়ানে-শেয়ানের দলীয় মনোনয়নযুদ্ধ হবে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। তবে শেষ পর্যন্ত এই আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ কার ভাগ্যে জুটবে তা দেখার অপেক্ষায় রয়েছেন দলটির নেতা-কর্মী ও স্থানীয় ভোটাররা।
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের দলীয় প্রার্থীরা জেলার এই আসনে একবারও এই বিজয়ী হতে পারেনি। তবে এবারের নির্বাচনে আসনেই বিজয়ী হয়ে অঘটন ঘটানোর স্বপ্ন বুনছেন জামায়াতের দলীয় নেতা-কর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময় জয়পুরহাট জেলা বিএনপির দূর্গ বলে পরিচিতি ছিল। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জেলার দুটি সংসদীয় আসন বিএনপির দখলে ছিল। এরপর থেকেই প্রশ্নবিদ্ধ নির্বাচনে বর্তমানে নিষিদ্ধ দল আওয়ামী লীগের দখল করে নেয় । ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী মোজাহার আলী প্রধান সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে মোঃ মোজাহার আলী প্রধান হাসিনা বিরোধী আন্দোলন চলাকালে মারা গেছেন। তিনি জেলা বিএনপির সভাপতিও ছিলেন। সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলীর প্রধানের ছেলে মাসুদ রানা প্রধান এখন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদে আছেন।
জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, দুটি আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জয়পুরহাট-১ আসনে দলীয় প্রার্থী জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ । এই আসনে দলটি নির্বাচনী প্রস্তুতি শেষ করেছে। দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনা কমিটি থেকে পোলিং এজেন্টের তালিকাও শেষ করা হয়েছে। দলীয় নেতা-কর্মীরা বলছেন, যদি একমাসের মধ্যেও তফসিল দিয়ে নির্বাচন করা হয় তাহলেও তাঁদের কোন সমস্যা হবে না। এখন তাঁরা এই আসনে নির্বাচনের পুরাপুরি প্রস্তুত রয়েছেন। জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমীর ও জয়পুরহাট-১ আসনের দলীয় প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, জামায়াতে ইসলামী জয়পুরহাট ১ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে। আগামী সংসদ নির্বাচনে তাঁরা জয়পুরহাট ১আসনে বিজয়ী হবেন বলে আশা করছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলীয়ভাবে নির্বাচনের এখনো পুরাপুরি প্রস্তুতি নেওয়া হয়নি। প্রার্থী চূড়ান্ত হলেই সকল প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হবে। এই আসনে প্রায় আটজনের মতো দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিজ নির্বাচনী এলাকায় অনেক আগে থেকেই গণসংযোগ ও দলীয় প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। দলটির নেতা-কর্মীরা বলছেন, জয়পুরহাট জেলা বিএনপির দূর্গ। এখনো সেই দূর্গ অটুট রয়েছে বলে তাঁরা বিশ্বাস করেন। একতরফা ও রাতের ভোটে বিএনপির আঘাত হেনেছিল ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে তাঁরা জয়লাভের মাধ্যমে বিএনপির হারানো গৌরব স্বরুপে ফিরে আসবে বলে আশা করছেন।
বিএনপির দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট-১ ( জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে যাঁরা দলীয় মনোনয়ন চাইছেন তাঁরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্মআহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল গফুর মন্ডল পাঁচবিবি থানা বিএনপি'র সাবেক সভাপতি ও কুসুম্বা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এরমধ্যে ফয়সাল আলিম সাবেক রেল ও বস্ত্র মন্ত্রী এবং বিএনপি'র প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আব্দুল আলিমের পুত্র, আর মাসুদ রানা প্রধান দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধানের পুত্র ।
পাঁচবিবি থানা বিএনপি'র সাবেক সদস্য সচিব, সাবেক ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির সদস্য আবুল হোসেন বলেন, জয়পুরহাট-১ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম দীর্ঘদিন ধরে গণসংযোগ অব্যহত রেখেছেন। হাসিনা বিরোধী আন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এবং ৫ ই আগস্ট এর পরবর্তীতে কোনরকম দুর্নীতি ও চাঁদাবাজকে আশ্রয় পশ্রয় দেননি। জামাতকে নির্বাচনে ধরাশায়ী করতে এই আসনে তাঁর মতো শক্তিশালী প্রার্থী অন্য কাউকে দেখছি না। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম বলেন, ফয়সাল আলিম হাসিনা বিরোধী আন্দোলনে গোপন এবং প্রকাশ্য আন্দোলনকারীদের সাথে থেকে সহযোগিতা করেছেন এবং ১৮ জুলাই এর পর থেকে ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতাকে প্রচুর সহযোগিতা করেছেন ,তাই জয়পুরহাট ১ আসনে তার সব দলমতের ঊর্ধ্বে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ বলেন, ৯০ এর আন্দোলন থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক গোলজার হোসেন তাই দল যোগ্য নেতৃত্বকে জয়পুরহাটে ১ আসনে ধানের শেষ প্রতীক দিয়ে মূল্যায়ন করবেন বলেই আমরা বিশ্বাস করি। জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ ও সদর থানা বিএনপির আহবায়ক অ্যাড: হেনা কবির বলেন, আমার বাবা মোজাহার আলী প্রধান দলের সভাপতি ও সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন তার একটা বিশাল সু পরিচিতি রয়েছে, সে হাসিনা বিরোধী আন্দোলনে বেশ কয়েকটি মামলার আসামি এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই সূত্র ধরে মাসুদ রানা প্রধানকে দলীয়ভাবে নির্বাচনের সুযোগ দিলে নির্বাচনে বিজয়ী হওয়া সহজ হবে।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এখানে দলীয় পদ ও মনোনয়ন চাওয়ার প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেতা তারেক রহমান যখন দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন তখন সবাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে একযোগে মাঠে কাজ করবেন এটাই বিএনপির আদর্শ এবং নীতি।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
Link Copied