ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে শরতেই অতিথি পাখিতে রঙিন চলনবিল


রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ photo রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৫:১২

জলবায়ুতে বৈশ্বিক পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে পরিযায়ী পাখির মধ্যেও। প্রতিবছর শীতের শুরুতে চলনবিলে অতিথি পাখির সমাগম ঘটলেও এবার শরৎকালেই পাখির ব্যাপক আনাগোনা শুরু হয়েছে। নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় হাজারো পাখিতে রঙিন হয়ে উঠেছে চলনবিল এলাকা। 
তাড়াশের উলিপুর, সোলাপাড়া, লালুয়া মাঝিড়া, মালশিনসহ চলনবিলের ৫৫-৬০টি গ্রামের বড় গাছের চূড়ায় এখন পাখির সমাহার। শামুকখোল, বক, ত্রিশূল, বালিহাঁস, রাতচরা, নীলশির, কোড়া, লালশির, বড় সরালি, ছোট সরালিসহ নানা পাখি গাছে বাসা বেঁধেছে। মাঠজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক, গাঙচিল, নানা প্রজাতির বক, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, চখাচখি, কাদাখোঁচা, মাছরাঙা, সারসসহ নাম না জানা পাখি। নিরাপদ পরিবেশে গত কয়েক বছরের তুলনায় এ বছর শরৎকালেই চলনবিলের প্রকৃতিতে বিভিন্ন প্রজাতির হাজার হাজার বৈচিত্র্যময় পাখির আনাগোনা পরিবেশবাদীদের মধ্যে আশার সঞ্চার করছে।
তাড়াশের বাবুল আকতার জানান, খাদ্যের সহজলভ্যতাসহ নানা কারণে শীত আসার আগেই চলনবিলে পাখির সংখ্যা বাড়ছে। এবার শরৎকালেই যে সংখ্যক পাখির আনাগোনা দেখা যাচ্ছে, সেটা গত এক দশকে দেখা যায়নি।  শরৎকালে চলনবিলে পাখির আনাগোনা বাড়ার কারণ সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. এম নজরুল ইসলাম জানান, এ বছর চলনবিলে স্বাভাবিক বন্যা হয়েছে। এ কারণে শরৎকালেই বিলের জলাশয়ে প্রচুর খাবার মিলছে।
খাদ্যের প্রাচুর্য ও সহজলভ্যতাই বালিহাঁস, শামুকখোল এবং অন্য পরিযায়ী পাখির এই বিল অঞ্চলে আসতে উৎসাহিত করছে। তাই এখানে পাখির আনাগোনা অন্য কয়েক বছরের তুলনায় বেড়েছে। নিয়ে কাজ করা তাড়াশের সাইফুল ইসলাম বলেন, বিস্তীর্ণ চলনবিলের নদী, খালবিল, জলাশয়, আমন ধানের ক্ষেত, পুকুর ও ডোবায় পাখির ঝাঁকের হাঁকডাক, ওড়াউড়ির দৃশ্য এ অঞ্চলে মনোরম পরিবেশ সৃষ্টি করেছে।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত