ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

চিকিৎসক সংকটে ভুগছে নড়াইল সদর হাসপাতাল


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৭-১০-২০২৫ বিকাল ৭:৪৫

নড়াইল জেলা সদর হাসপাতালে চলছে চরম চিকিৎসক সংকট। তার উপর জরাজীর্ণ অবকাঠামো ও সরঞ্জামের অভাবে একপ্রকার ধুঁকেই চলছে জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র। আট লাখ মানুষের ভরসার এই ১০০ শয্যার হাসপাতাল এখন যেন ভোগান্তির প্রতীক।

 

হাসপাতালের বারান্দা, সিঁড়ি, এমনকি মেঝেতেও উপচে পড়া রোগীর ভিড়। বহির্বিভাগে লম্বা লাইনে দাঁড়িয়ে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চিকিৎসকের দেখা পাওয়ার জন্য।‌ জরুরি বিভাগে কান্না, চিৎকার আর আর্তনাদের মধ্যে চলছে চিকিৎসাসেবা। ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক রোগীকে রাখা হচ্ছে বারান্দায় বা মেঝেতে।

 

হাসপাতাল সূত্র জানায়, অনুমোদিত ৩৯টি চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৬ জন। সার্জারি, মেডিসিন, কার্ডিওলজি, চক্ষু, নাক-কান-গলা, চর্ম, যৌনরোগ, রেডিওলজি—প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগের সিনিয়র কনসালটেন্ট পদ শূন্য। এমনকি প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টের মতো গুরুত্বপূর্ণ পদেও বছরের পর বছর ধরে কেউ নেই। চলছে ‘জোড়াতালির’ চিকিৎসা। 

 

হাসপাতালের অপারেশন থিয়েটারে গাইনী বিভাগের ওটি টেবিল দুটি অচল। ডায়াথার্মি, অ্যানেসথেসিয়া মেশিন, এমনকি ওটি লাইট পর্যন্ত নষ্ট হয়ে আছে। অটোক্লেভ মেশিন বিকল থাকায় জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ। বাধ্য হয়ে জেনারেল ওটি থেকে ধার করা লাইট দিয়ে কাজ চালাতে হচ্ছে। দুইটি আলট্রাসনোগ্রাম মেশিন বহু বছর ধরে অকেজো, ফলে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারেই নির্ভর করতে হচ্ছে—যার খরচ অনেকের জন্যই অতিরিক্ত বোঝা। রোগীর ভিড় নেই জায়গা, নেই পরিষ্কার-পরিচ্ছন্নতা।

 

সদর উপজেলার হবখালী গ্রামের ৬৫ বছর বয়সী রাবেয়া খাতুন বলেন, সকাল থেকে লাইনে বসে আছি, এখনও ডাক্তার পাইনি।‌এত ভিড় যে মেঝেতে বসে থাকতে হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কালিয়া থেকে আসা রুবেল মিয়া বলেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও চিকিৎসক দেখা যায় না। বলা হয়—ডাক্তার রাউন্ডে আছেন। সব মিলিয়ে হয়রানি ছাড়া কিছুই পাচ্ছি না।

 

আরেক রোগী সিমা খাতুন অভিযোগ করে বলেন, বাথরুমে ঢুকলেই বমি আসে। দুর্গন্ধ আর নোংরা পানির কারণে আরও অসুস্থ হয়ে পড়ি।” স্বজনদের কষ্ট আরও বড়। ভাদুলিডাঙ্গার বাসিন্দা সুজন বিশ্বাস বলেন, আমার মাকে বারান্দায় রেখে চিকিৎসা করাতে হচ্ছে। রাতে মশার কামড় আর দুর্গন্ধে ঘুমানোর উপায় নেই। সরকারি ওষুধও মিলছে না পর্যাপ্ত।

 

দিনমজুর জাহিদুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে আসি খরচ কম হবে ভেবে, কিন্তু অর্ধেকের বেশি ওষুধই বাইরে থেকে কিনতে হয়। কর্তৃপক্ষের বক্তব্য,হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফার বলেন, “অর্ধেকেরও বেশি চিকিৎসক পদ শূন্য থাকায় বিশাল রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে।

 

তারপরও আমাদের চিকিৎসক ও কর্মীরা সীমিত সম্পদে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। সমাধান কবে? স্থানীয় সমাজসেবক আল-আমিন বলেন, নড়াইল সদর হাসপাতালের এ করুণ অবস্থার পেছনে বছরের পর বছর ধরে অবহেলা ও উদাসীনতাই দায়ী। দ্রুত চিকিৎসক নিয়োগ ও সরঞ্জামের ব্যবস্থা না করলে মানুষের ভোগান্তি আরও বাড়বে।

Masum / Masum

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত