ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো আইনি বাধা নেই,আমরা জুলাই সনদ আইনগত ভিত্তি চাই - সারজিস আলম


শাহ্‌ আলম শাহী, দিনাজপুর photo শাহ্‌ আলম শাহী, দিনাজপুর
প্রকাশিত: ১৯-১০-২০২৫ বিকাল ৫:৫৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদপত্র হীন করেছে সরকার। আপনারা যারা জুলাই সনদ-ঘোষণাপত্র নামকা ওয়াস্তে পেপার চান,ওই সনদ আমরা চাইনা। আমরা জুলাই সনদ আইনগত ভিত্তি চাই। জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা চাই। জুলাই সনদ স্বাক্ষরের পুর্বে সকল রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত হওয়ার দরকার ছিলো, সেটা হয়ে এই জুলাই সনদ স্বাক্ষরের যে প্রেক্ষাপট ও দিন কার্যকর সেটা হয় নাই। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। পুরো বাংলাদেশের মানুষ যার যার অবস্থান থেকে স্বপ্ন দেখছিলো যে এতো সুন্দরভাবে  জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং এই সংস্কারগুলো হবে।কিন্তু  অন্তর্বতীকালিন সরকাররের যেন কোন তাড়া রয়েছে,তাই ওই তাড়াএ ভিত্তিতে কে আসলো কে আসলো না এসব চিন্তা না করে জুলাই সনদ স্বাক্ষর করলো।শুধু মাত্র গতানুগতিক কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব,এই আমলা এই উপদেষ্টা,বড় পদবির অফিসার নিয়ে অনুষ্ঠান বানিয়েছেন, কিন্তু যাদেরকে নিয়ে অভ্যুত্থান হলো তাদের অংশ গ্রহনের জায়গা দেয়নি।
 
আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন।
 
সারজিস আলম নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন,আমাদের দেখান,কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক একটি রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া যাবেনা। যারা আইনজ্ঞ আছেন, আইন তৈরি করেন,এমন অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি,এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোন বাধা নেই। এই জায়গা থেকেই আমরা শাপলা প্রতীক চেয়েছি। আমরা চাই নির্বাচন কমিশন স্পষ্টভাবে ব্যাখ্যা করুক— কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক কোনো রাজনৈতিক দল বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না। আমাদের আইনজ্ঞ, বিশ্লেষক ও আইনপ্রণেতাদের সঙ্গে একাধিকবার পরামর্শ করার পর আমরা নিশ্চিত হয়েছি যে, আইনগতভাবে এনসিপিকে শাপলা প্রতীক প্রদানে কোনো বাধা নেই। নেই বলে আমরা আমাদের জায়গা থেকে আমরা শাপলা প্রতীক চেয়েছি।
 
সারজিস আলম আরো বলেন, আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, সেদিনই আমরা ‘শাপলা’ প্রতীক চেয়েছিলাম। কিন্তু বিগত কয়েক মাসে নির্বাচন কমিশন তাদের প্রতীকের তালিকায় এটি অন্তর্ভুক্ত করেনি। এর পেছনে অবশ্যই তাদের নিজের দায়-দোষ, অবহেলা বা খামখেয়ালি রয়েছে। আবার এটি হতে পারে কোনো প্রভাব বা চাপের কারণে, যার ফলে তারা প্রয়োজনীয় সাহস দেখাতে পারেননি।
তিনি বলেন, আমরা মনে করি, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য প্রতীক দিতে সাহস পায় না, সেই কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়।
 
তিনি আরও বলেন, তবুও আমরা আমাদের অবস্থান থেকে আশাবাদী যে আমরা ‘শাপলা’ প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আর যদি আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো অন্যায় করা হয়, আমরা সেই অন্যায়ের রাজনৈতিকভাবে মোকাবিলা করব।
 

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত