ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

শিবচর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের আহবানে সংবাদ সম্মেলন


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৫-১০-২০২৫ বিকাল ৬:৫৬

বিএনপির নবগঠিত বিতর্কিত আহ্বায়ক কমিটির বাতিলের আহবানে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিবচর পৌরসভা বিএনপি।তারা নবগঠিত বিতর্কিত পৌরসভা বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন করে দলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঘোষণা দেওয়ার দাবি জানান।

শনিবার(২৫অক্টোবর)বিকেলে শিবচর উপজেলার ইলিয়াস আহম্মেদ চৌধুরী পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শিবচর পৌরসভা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন শিবচর পৌরসভার সাবেক সভাপতি ও শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক।

সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন শফিক বলেন' আপনারা জানেন গত ৮ অক্টোবর শিবচর পৌরসভা বিএনপির একটি নতুন কমিটি হয়েছে,যে কমিটি বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে ।বিগত দিনে জীবনে ঝুঁকি নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের অবমূল্যায়ন করা হয়েছে।অনেককেই এ কমিটি তে অন্তর্ভুক্ত করা হয়নি যারা ত্যাগী এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।নবগঠিত পৌরসভা কমিটিতে আওয়ামী লীগের সাথে যারা সরাসরি জড়িত তাদের স্থান দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত দিনে যারা বিএনপি'র নেতাকর্মীদের হামলা করে আহত করেছে তারা বর্তমান কমিটিতে স্থান পেয়েছে।বর্তমান কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোন ভূমিকা ছিল না।যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামী ছিল তাদের অবমূল্যণ করায় আমরা আজকের সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানাচ্ছি।বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামী যাদের কোন ভূমিকা নেই তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।আমার প্রশ্ন বিগত সময় যাদের কোনো ভূমিকা নেই তাদের কেন কমিটিতে স্থান দেওয়া হলো?

এ সময় তিনি বলেন কমিটি কোন আলোচনার মাধ্যমে হয়নি।এ কমিটি পকেট কমিটির হয়েছে।বিগত আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের সাথে কোন আলোচনা না করেই কমিটি করা হয়েছে।আজ যারা পৌরসভার নেতৃত্ব এসেছেন তারা বিগত দিনে কোথায় আন্দোলন সংগ্রামী ছিলেন?যারা নেতৃত্বে এসেছেন তারা কোন হামলা মামলার শিকার হয়নি।জেলা নেতৃবৃন্দকে আমরা বলবো আপনারা এই বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে দ্রুত ত্যাগী নেতৃবৃন্দকে দিয়ে একটি ভালো কমিটি গঠন করুন।যাতে ত্যাগী কর্মীরা হারিয়ে না যায়।

শাহাদাত হোসেন শফিক হতাশার ব্যক্ত করে বলেন'এ কমিটির মধ্যে বেশিরভাগ বিতর্কিত লোকজনদের স্থান দেওয়া হয়েছে।যাদের কোন রাজনীতি ব্যাকগ্রাউন্ডই নেই তাদের কিভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়?একটি কমিটি গঠন করতে হলে আলোচনার প্রয়োজন সে আলোচনার করার কোন সুযোগ দেননি বিভাগীয় ও জেলা টিম।আমরা দলের বিপক্ষে কথা বলছি না আমরা দায়িত্বশীলদের জানিয়ে দিতে চাই সত্যিকার ত্যাগে কর্মীদের দলের মূল্যায়ন করুন।আমরা আবারো বলতে চাই বিতর্কিত কমিটি বাদ দিয়ে নতুন করে একটি কমিটি দেন।যারা নিবেদিত প্রাণ দলে যারা শ্রম দিয়েছে তারা যেন যথাযথ মূল্যায়ন পায়।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি,সাবেক শিবচর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন গোমস্তা,আইয়ুব আলী খান,যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গোমস্তা,সহ সাধারন সম্পাদক সবুজ হাওলাদার,শিবচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান,সাফওয়াত হোসেন,রহমান বেপারী সহ অন্যান্য স্থানীয় নেতকর্মী।

Masum / Masum

বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় : নুরুদ্দিন অপু

মাদারীপুর ২ আসনে বিএনপি'র মনোনয়নের প্রতিবাদে রাজৈরে একাংশের বিক্ষোভ

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত