আক্কেলপুর স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন
জয়পুরহাটের আক্কেলপুর রেল স্টেশন মাস্টার মোছাঃ খাদিজা খাতুনের মনগড়া প্রতিবেদনে আক্কেলপুর রেলস্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিতে বাধা ও তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে রোববার ( ২৬ অক্টোবর) সকাল ১১ টায় আক্কেলপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।
আক্কেলপুর রেলস্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির সমন্বয়ক ও আক্কেলপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, তিলকপুর ইউপির সদস্য মামুনুর রশিদ পিন্টু, প্রভাষক খাইরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী তরিকুল ইসলাম তুহিন, মাসুদ চৌধুরী, ছাত্রদল নেতা আরমান হোসেন কানন প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, খাদিজা খাতুন গত ২০ বছরের অধিক সময় ধরে আক্কেলপুর রেলস্টেশনের মাস্টারের দায়িত্ব পালন করছেন। আবার তিনি সান্তাহার জংশনেরও মাস্টারের দায়িত্বে রয়েছেন। তিনি মাঝে মধ্যেই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এছাড়া বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। খাদিজা খাতুনের মনগড়া প্রতিবেদনের কারণে আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) আটকে রয়েছে। কাজেই আক্কেলপুরের রেল স্টেশনের দায়িত্ব থেকে তাঁকে অপসারণ করতে হবে।
আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দাবীর সমন্বয়ক আব্দুর রউফ মাজেদ বলেন, আক্কেলপুর রেলস্টেশনে আক্কেলপুর উপজেলা ছাড়াও পাশ্ববর্তী ক্ষেতলাল, বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার একাংশের ও নওগাঁর বদলগাছি ও পত্নীতলা উপজেলার লোকজন আক্কেলপুর রেলস্টেশনের মাধ্যমে ট্রেনে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। আমরা ঢাকাগামী (আপ-ডাউন) চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের এখানে যাত্রা বিরতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। কিন্তু রেল স্টেশন মাস্টার খাদিজা খাতুনের মনগড়া প্রতিবেদনের জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি আটকে রয়েছে।
তিলকপুর ইউপি সদস্য মামুনুর রশিদ বলেন, খাদিজা খাতুন ২০ বছরের অধিক সময় ধরে এখানকার রেলস্টেশন মাস্টারের দায়িত্বে আছেন। তিনি যাত্রীদের দুর্ব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাঁকে এখান থেকে অপসারণ করতে হবে। নাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহন করবো।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন তাঁর বিরুদ্ধে মানববন্ধনে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে কষ্ট করে বরেন্দ্র এক্সপ্রেস টেনে প্রতিদিন সকালে সান্তাহারে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য যেতে হয়। এখানে চিলাহাটি এক্সপ্রেস টেন দাঁড়ালে সবচেয়ে বেশি সুবিধা আমার হবে। আমি চিলাহাটি ট্রেনের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রা বিরতির বিরোধীতা করে মৌখিক কিংবা লিখিত ভাবে কোন নেতিবাচক প্রতিবেদন দেইনি। আমি এখানকার পাশাপাশি ২০২৪ সাল থেকে সান্তাহার জংশনের অতিরিক্ত দায়িত্ব পালন করছি। এই এক বছর তিন মাস উভয় স্টেশনে দায়িত্ব পালনে কোন যাত্রী আমার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন। তিনি আরও বলেন, একটি স্বার্থান্যেসী মহল আমার বিরুদ্ধে যড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা