মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে জনসমাবেশ
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে জামান মোল্লার সমর্থিত নেতা, কর্মী ও সমর্থকদের অংশ গ্রহনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৭ নভেম্বর) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আগতরা অবিলম্বে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় বিএনপি নেতৃর্বৃন্দদের প্রতি অনুরোধ করেন।
জানা গেছে, গত সোমবার(৩ নভেম্বর) সারাদেশে ২৩৭ টি আসনে মনোনয়ন চুড়ান্ত করে বিএনপি। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়া হয়। এর পরদিন ৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপির যুগ্ন মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারন দেখিয়ে মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন স্থগিত করেন।
এই মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করেন কামাল জামান মোল্লার সমর্থকরা। দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ঘটে।
সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ন আহব্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান, শহিদুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, 'আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছিলেন, যারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে জেল খেটেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকেই মনোনয়ন দেয়া হবে। তিনি তার কথা রেখেই আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে। কোন ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না। আমার বিশ্বাস আমার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে দল আমাকে পুনরায় মনোনয়ন দিবে।'
Masum / Masum
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা