চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই চক্রের ০৯ (নয়) সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
রাজধানী ঢাকা ও মুন্সীগঞ্জে ধারাবাহিক অভিযান পরিচালনা করে সিএনজি ছিনতাইয়ের একটি সংঘবদ্ধ চক্রের ০৯ (নয়) সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ করিম মিয়া (৪৩) ২। মোঃ মান্নান খান (৬৬) ৩। মনসুর ওরফে মোশারফ (৪৩) ৪। মজিবর (৫৪) ৫। জসিম (৩৭) ৬। মনির (৪৫) ৭। মোঃ জামাল হোসেন (৬৬) ৮। তৌহিদুল ইসলাম রবিন (২৬) ও ৯। ইউনুস (৫০)।
ডিবি সূত্রে জানা যায়, ১ অক্টোবর ভোর ০৪:৩০ ঘটিকায় মোহাম্মদপুরের আল্লাহ করিম বাস স্ট্যান্ডে চা খাচ্ছিলেন সিএনজি চালক মো. শাহজালাল। এক অপরিচিত যাত্রী ৩০০ টাকায় আটি বাজার যাওয়ার কথা বলে গাড়ি ভাড়া করে। ওই যাত্রী তখন কৌশলে সিএনজি চালকের চায়ে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয় । সিএনজি চালক চা খাওয়া শেষে যাত্রীকে নিয়ে রওনা করার কিছুক্ষণের মধ্যে সে প্রচন্ড ঘুম অনুভব করে। তখন বসিলা মেট্রো হাউজিং গেটের কাছে গাড়ি থামাতেই শাহজালাল অচেতন হয়ে পড়ে। চক্রটি তাকে রাস্তায় ফেলে সিএনজি, মোবাইল ও মানিব্যাগের ৩ হাজার ৫৫০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত চক্রটি সিএনজি চালকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে সিএনজির মালিক জয়কে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দেয়া বিকাশ নম্বরে জয় ৬০ হাজার টাকা পাঠান। এরপর একই তারিখে রাত অনুমান ১০:০০ ঘটিকায় চক্রটি জয়কে পুনরায় ফোন দিয়ে জানান সিএনজিটি মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবি কবর স্থানের সামনে রাস্তার ওপর রাখা আছে। পরে জয় গিয়ে সেখান থেকে সিএনজিটি উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় গত ৬ নভেম্বর একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। অতঃপর শুক্রবার ৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় রাজধানীর ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ করিম মিয়া, মোঃ মান্নান খান, মনসুর ওরফে মোশারফ, মজিবর, জসিম, মনিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে একই দিন দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় আরেকটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূল হোতা মোঃ জামাল হোসেন, তৌহিদুল ইসলাম রবিন ও ইউনুসকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুইটি সিএনজি, ১ হাজার ৯০০ পিস চেতনানাশক ট্যাবলেট এবং নগদ এক লক্ষ টাকা উদ্ধার করে।
ডিবি সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে সিএনজি ভাড়া করে চালকদের চেতনানাশক ট্যাবলেট খাইয়ে সিএনজি ছিনতাই করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত গ্রুপের অন্যান্য সদস্যদের গ্রেফতারের নিমিত্তে অভিযান চলমান আছে।
Masum / Masum
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ