ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

স্বাস্থ্যকর গ্রাম অর্জনে লালমনিরহাটে ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-১১-২০২৫ দুপুর ৩:৩১

ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত “হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি)” এর আওতায় স্বাস্থ্যকর গ্রাম অর্জনে অবদান রাখা কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি)-এর সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ. এম. রকিব হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল হাকিম, সিভিল সার্জন, লালমনিরহাট এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুল আলিম গাজী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) জনাব রাজীব আহসান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক এইচ. এম. রকিব হায়দার বলেন, “ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের এই উদ্যোগ আসলে একটি মানবিক আন্দোলন। মানুষ যখন নিজের স্বাস্থ্য, পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধ হয়, তখনই টেকসই উন্নয়ন সম্ভব। স্বাস্থ্যকর গ্রাম কেবল একটি ধারণা নয়, এটি মানুষের মানসিকতা ও আচরণের পরিবর্তনের প্রতিফলন। জেলা প্রশাসন ভবিষ্যতেও এমন উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করবে।”

সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, “হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। মানুষ এখন পরিষ্কার পানি ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া ও পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতন হচ্ছে।”

নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুল আলিম গাজী বলেন, “গ্রামীণ স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যবস্থায় ইএসডিও ও ম্যাক্স ফাউন্ডেশনের কাজ অনুকরণীয়। মানুষ এখন নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হচ্ছে—এটাই সবচেয়ে বড় অর্জন।”

সভাপতি রাজীব আহসান বলেন, “সরকারি ও বেসরকারি সহযোগিতার চমৎকার সমন্বয়ের ফলে এই প্রকল্প সফল হয়েছে। স্থানীয় নেতৃত্ব, নারী অংশগ্রহণ ও যুবশক্তির ভূমিকা প্রশংসনীয়। আজ যেসব গ্রাম স্বাস্থ্যকর গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে, তারা অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ।”

২০২২ সালের নভেম্বর থেকে লালমনিরহাট সদর উপজেলার পৌর এলাকা ও মোগলহাট, কুলাঘাট, মহেন্দ্রনগর, হারাটি ইউনিয়ন এবং আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ও সারপুকুর ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় ১৮৯টি কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) গঠিত হয়েছে, যার মধ্যে ১৩১টি গ্রাম “স্বাস্থ্যকর গ্রাম” হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং বাকি ৫৮টি গ্রাম গ্র্যাজুয়েশন পর্যায়ে রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মোঃ তারিকুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ; আবু জাফর নুর মোহাম্মদ, হেড অব অপারেশন, ইএসডিও; ডা. মিথুন গুপ্ত, প্রোগ্রাম ম্যানেজার, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং মোঃ মাসুদ রানা, প্রোগ্রাম ম্যানেজার, ইএসডিও।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন একজন সিএসজি লিডার, একজন হেলথ প্রমোশন উদ্যোক্তা (এইচপিএ), একজন ল্যাট্রিন উদ্যোক্তা, একজন প্রতিবন্ধী শিশুর মা ও একজন ইউনিয়ন চেয়ারম্যান, যারা প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে “স্বাস্থ্যকর গ্রাম” স্বীকৃতিপ্রাপ্ত কমিউনিটি প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে অতিথিবৃন্দ প্রকল্পের হেলদি ভিলেজ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

Ahad Hossain / Ahad Hossain

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত