নাশকতা আশঙ্কায় কড়া নিরাপত্তা, শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’কে কেন্দ্র করে শরীয়তপুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিরতা ঠেকাতে ভোর রাত থেকেই কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই মধ্যে জেলার নাওডোবা পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) ভোররাত থেকেই শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামের নেতৃত্বে জাজিরার নাওডোবা এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সেখানে স্লোগান, মানববন্ধন এবং তাৎক্ষণিক সমাবেশ করেন। জেলার অন্যত্রও বিএনপির নেতাকর্মীদের একই ধরনের অবস্থান নিতে দেখা যায়।
মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা ও তার সমর্থকরাও নাওডোবা এলাকায় উপস্থিত ছিলেন। বিক্ষোভ চলাকালে তারা শেখ হাসিনার বিচার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শাটডাউনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী তৎপরতা রোধে জেলা প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব সদস্যরাও টহল জোরদার করেছে। শহরের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।
পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও সাধারণ দিনের তুলনায় যানবাহন কম দেখায় ভ্রমণকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা গেছে।
অবস্থান কর্মসূচিতে বিএনপি প্রার্থী সাইদ আহমেদ আসলাম বলেন,
জাতীয়তাবাদী দল মাঠে নামলে জনগণও আমাদের সঙ্গে নেমে আসে। আজও তার ব্যতিক্রম হয়নি। দেশের মানুষ খুনি হাসিনার বিচার চায়, তার ফাঁসি চায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি। শেখ হাসিনা সরকার মানুষ হত্যা করেছে, রাষ্ট্রের অর্থ লুট করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে—এর সঠিক বিচার অবশ্যই হবে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী যদি নাশকতার চেষ্টা করে, আমরা মাঠে থেকেই তাদের প্রতিহত করবো। দেশ রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
Masum / Masum
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা